ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উরুগুয়ে

রেফারির শেষ বাঁশি বাজতেই মাটিতে লুটিয়ে পড়ল স্বাগতিক যুক্তরাষ্ট্র। কানসাস সিটির বিষন্নতা চিরে উল্লাসে মাতলো উরুগুয়ে।

মাতিয়াস অলিভেরোর একমাত্র গোলে যুক্তরাষ্ট্র কে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে নাম লেখালো উরুগুয়ে। পুরো ম্যাচে বুক চিতিয়ে লড়াই করা স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বিদায় নিতে হলো গ্রুপ পর্ব থেকে।

সি গ্রুপ থেকে উরুগুয়ে সঙ্গে পরের রাউন্ডে যাচ্ছে পানামা। আজ অন্য ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ রানারআপ হয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে মূল একাদশই মাঠে নামিয়েছিলেন উরুগুয়ে কোচ বিয়েলসা। ম্যাচের ১৩ মিনিটে এন্থনি রবিনসনের হেড উখে দেন উরুগুয়ের সার্জিও রখেত।

৩৩ মিনিটে নাহিতান নান্দেজের দারুণ দূরপাল্লার শট গোলবারের বাইরে দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে যায়। ৪৪ মিনিটে পেলেস্ত্রির শটও বাইরে দিয়ে চলে গেলে গোলশূন্য ড্রতেই শেষ হয় প্রথমার্ধ৷

বল দখলে উরুগুয়ের থেকে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। ৬৬ মিনিটেই কাঙ্ক্ষিত গোল পায় উরুগুয়ে। ডি বক্সের বাইরে ফ্রি-কিক থেকে বাড়ানো বলে রোনাল্ড আরাউজোর হেড ম্যাট টার্নার রুখে দিলেও রিবাউন্ডে গোল করেন মাতিয়াস অলিভেরা। গোলটি নিয়ে অবশ্য বিতর্ক আছে। টিভি রিপ্লেতে মনে হয়েছে অফসাইড পজিশনে ছিলেন অলিভিয়েরা। তবে ভিএআর ভেবেছে অন্যরকম।

৭৫ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের নেওয়া শট গোললাইন থেকে ক্লিয়ার করেন উরুগুয়ের ডিফেন্ডার। ৮২ মিনিটে জশুয়া সার্জেন্টের দারুণ হেড রাখেত ডান দিকে ঝাপিয়ে পড়ে রুখে দেন। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে টানা তিন জয় নিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে উঠলো উরুগুয়ে। অন্যদিকে মাত্র ১ জয় নিয়েই কোপা থেকে বিদায় নিল যুক্তরাষ্ট্র।

অন্য ম্যাচে হোসে ফাহার্দোর গোলে ২২ মিনিটে এগিয়ে যায় পানামা। ৬৯ মিনিটে বলিভিয়াকে সমতায় ফেরান ব্রুনো মিরান্দা। ১০ মিনিট পর এদুয়ার্দো গেরেরোর গোলে এগিয়ে যাওয়া পানামা  যোগ করা সময়ে পায় তৃতীয় গোলটি। এই গোলটি সেজার ইয়ানিসের।

কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে খেলবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। অন্যদিকে পানামার প্রতিপক্ষ হবে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। আগামীকাল সকালে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের ওপর নির্ভর করছে কারা হবে ‘ডি’ গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার্সআপ। দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে কলম্বিয়া আছে গ্রুপের শীর্ষে, ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিল দুইয়ে। ম্যাচটি জিতে গেলে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই উঠবে শেষ আটে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।