ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

খেলা

শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ জয়সুরিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার জেরে পদত্যাগ করেন ক্রিস সিলভারউড। তাই নতুন হেড কোচ খুঁজতে হচ্ছে শ্রীলঙ্কাকে।

তবে চলতি মাসে ঘরের মাঠে ভারত সিরিজ  ও ইংল্যান্ড সফরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির কিংবদন্তি ক্রিকেটার সনাত জয়সুরিয়া।  

তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে চলতি মাসের শেষদিকে ভারতকে আতিথেয়তা দেবে শ্রীলঙ্কা। এরপর আগস্টে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে তারা।

সদ্য সমাপ্ত বিশ্বকাপেও অবশ্য পরামর্শক হিসেবে কাজ করেছেন জয়সুরিয়া। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর সাবেক এই অলরাউন্ডার। তিন ফরম্যাট মিলিয়ে লঙ্কানদের হয়ে ৫৮৬ ম্যাচ খেলে ২১ হাজার ৩২ রান করেছেন তিনি।

 বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।