ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

শ্রীলঙ্কায় খুশবুর ব্রোঞ্জ জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
শ্রীলঙ্কায় খুশবুর ব্রোঞ্জ জয়

শ্রীলঙ্কায় ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১২ বালিকা বিভাগের র্যাপিড দাবায় বাংলাদেশের ওয়ারসিয়া খুশবু ব্রোঞ্জ পদক জয় করেছেন। অনূর্ধ্ব ১২ বালিকা বিভাগে ৯ দেশের ৩০ জন দাবাড়ু অংশ গ্রহণ করে।

গত বছর উজবেকিস্তানের তাসখন্দে এশিয়ান স্কুল দাবায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের ওয়ারসিয়া খুশবু।  

৭ খেলায় ৫ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছে খুশবু। ৬ পয়েন্ট পেয়ে সোনা জিতেছে ভারতের দাবাড়ু শাহ হানি। আর সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে শ্রীলঙ্কার সেথুমলি দেবারা পাল্লিয়াগে জিতেছে রুপা। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশসহ ১০টি দেশের ৩১০ জন দাবাড়ু। তবে র‌্যাপিড বিভাগে অংশ নিয়েছেন ৩০ দাবাড়ু।   

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।