ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

আর্চারিতে বিশ্বরেকর্ড সি হিয়নের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
আর্চারিতে বিশ্বরেকর্ড সি হিয়নের

২০২৪ অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন  হবে আগামীকাল। এর মধ্যেই অবশ্য বেশ কিছু ইভেন্টের খেলা শুরু হয়েছে।

ফুটবলের পর আজ আয়েজিত হয়েছে আর্চারি ইভেন্টের র‌্যাংকিং রাউন্ডের খেলা। আজ দক্ষিণ কোরিয়ার নারী আর্চার লিম সি হিয়ন গড়েছেন এক বিশ্ব রেকর্ড।

ব্যক্তিগত রিকার্ভ আর্চারির র‍্যাংকিং রাউন্ডে ৬৯৪ পয়েন্ট (৭২০ এর মধ্যে) নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন সি হিয়ন। এর আগের রেকর্ডটি ছিল কোরিয়ারই ক্যাং চে ইয়ংয়ের। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড গড়েছিলেন তিনি।

তবে অলিম্পিক রেকর্ডটি আরও কম। টোকিও ২০২০ (২০২১ সালে অনুষ্ঠিত) অলিম্পিকে ৬৮০ পয়েন্ট তুলে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ কোরিয়ার আরেক আর্চার আন সান। এদিকে দলীয়ভাবেও অলিম্পিকের নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়া। মেয়েদের  দলীয় ইভেন্টে ২০৪৬ পয়েন্ট অর্জন করেছে তারা। ১৯৯৬ পয়েন্ট নিয়ে এর আগের রেকর্ডটি ছিল চীনের।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪

এআর/এএইচএস

স্পোর্টস ডেস্ক

২০২৪ অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন  হবে আগামীকাল। এর মধ্যেই অবশ্য বেশ কিছু ইভেন্টের খেলা শুরু হয়েছে। ফুটবলের পর আজ আয়েজিত হয়েছে আর্চারি ইভেন্টের র‌্যাংকিং রাউন্ডের খেলা। আজ দক্ষিণ কোরিয়ার নারী আর্চার লিম সি হিয়ন গড়েছেন এক বিশ্ব রেকর্ড।

ব্যক্তিগত রিকার্ভ আর্চারির র‍্যাংকিং রাউন্ডে ৬৯৪ পয়েন্ট (৭২০ এর মধ্যে) নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন সি হিয়ন। এর আগের রেকর্ডটি ছিল কোরিয়ারই ক্যাং চে ইয়ংয়ের। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড গড়েছিলেন তিনি।

তবে অলিম্পিক রেকর্ডটি আরও কম। টোকিও ২০২০ (২০২১ সালে অনুষ্ঠিত) অলিম্পিকে ৬৮০ পয়েন্ট তুলে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ কোরিয়ার আরেক আর্চার আন সান। এদিকে দলীয়ভাবেও অলিম্পিকের নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়া। মেয়েদের  দলীয় ইভেন্টে ২০৪৬ পয়েন্ট অর্জন করেছে তারা। ১৯৯৬ পয়েন্ট নিয়ে এর আগের রেকর্ডটি ছিল চীনের।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।