ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

শেখ কামাল ক্রীড়া পুরস্কার স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
শেখ কামাল ক্রীড়া পুরস্কার স্থগিত

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের জন্য দেশে ১০ ক্রীড়াবিদ এবং ২ প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। রোববার (৪ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে নির্বাচিত ক্রীড়াবিদদের নাম ঘোষণা করা হয়েছে।

আগামীকাল এই পুরস্কার দেয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে।

এবারের পদক তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা তানভীর মাজহার ইসলাম। খেলোয়াড় ক্যাটাগরিতে শুটার শাকিল আহমেদ, ভারোত্তোলক ফিরোজা খাতুন ও সাঁতারু মাহফিজুর রহমান সাগরের নাম চূড়ান্ত হয়েছে। উদীয়মান খেলোয়াড় কোটায় পুরস্কার পাচ্ছেন তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয় এবং স্প্রিন্টার জহির রায়হান।

ক্রীড়া সংগঠকের তালিকায় আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল হাবিব ও মাহি উদ্দিন আহমেদ। ফেডারেশন শ্রেণিতে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এবং পৃষ্ঠপোষক বিভাগে শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছে হামিদ গ্রুপ।

অন্যদিকে ক্রীড়া সাংবাদিক হিসেবে পুরস্কার পাচ্ছেন খন্দকার মঞ্জুরুল ইসলাম। আর ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে বেছে নেওয়া হয়েছে কল্যাণ কুমার সাহাকে।  আগামীকাল (সোমবার) বীর মুক্তিযোদ্ধা এবং শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৫তম জন্মদিনে ক্রীড়াবিদদের হাতে এই পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নতুন তারিখ দ্রুতই জানানো হবে বলে ক্রীড়া পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
এআর/এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।