ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

এবার সার্চ কমিটির ইমরোজকে নিয়ে মুখোমুখি অবস্থানে হকি খেলোয়াড়রা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
এবার সার্চ কমিটির ইমরোজকে নিয়ে মুখোমুখি অবস্থানে হকি খেলোয়াড়রা

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত হয়েছে সার্চ কমিটি। এই কমিটি গঠন হওয়ার পর থেকেই নানা আলোচনা-সমালোচনা চলছে।

এবার সার্চ কমিটির সদস্য মেজর (অব.) ইমরোজ আহমেদকে নিয়ে মুখোমুখি অবস্থানে হকির সাবেক খেলোয়াড়রা।

সাবেক হকি খেলোয়াড়দের একটি পক্ষ ইমরোজের বিপক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তার অপসারণ চেয়ে স্মারকলিপি দিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর। তারা জাতীয় ক্রীড়া পরিষদের সামনে প্রতিবাদ সভাও করেছে। পাল্টা কর্মসূচি হিসেবে সাবেক খেলোয়াড়দের আরেকটি পক্ষ রোববার জাতীয় ক্রীড়া পরিষদের সামনে প্রতিবাদ সভা করেছে। তাদের দাবি সার্চ কমিটির সদস্য ইমরোজ আহমেদের বিপক্ষে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে।

এদিকে সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা গণমাধ্যমকে আজ বলেছেন, ‘ইমরোজ সবার আগে একজন খেলোয়াড় ছিলেন। তিনি যোগ্য লোক হিসেবে সার্চ কমিটিতে আছেন। তার প্রাতিষ্ঠানিক পরিচয়ের আগে তিনি একজন সাবেক খেলোয়াড়। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। যে কেউই প্রতিবাদ করতে পারেন। তবে প্রতিবাদ কিংবা অভিযোগের ভাষা হতে হবে মার্জিত। ’

হকিতে মুখোমুখি অবস্থান নেওয়া নতুন কিছু নয়। প্রায়শই এমন ঘটনা ঘটে থাকে। এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি।

এদিকে সার্চ কমিটি নিয়ে প্রথমে সমালোচনা শুরু হয় আহ্বায়ক জোবায়েদুর রহমান রানাকে নিয়ে। পরে বিতর্ক ওঠে সদস্য মহিউদ্দিন আহমেদ বুলবুলকে নিয়ে। ক্রীড়া মন্ত্রণালয় পরে বুলবুলকে কমিটি থেকে বাদ দিয়ে নতুন সদস্য নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।