ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

প্রদর্শনী ম্যাচ দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরছে ফুটবল 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
প্রদর্শনী ম্যাচ দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরছে ফুটবল 

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে বেশ কয়েক বছর ধরেই। দীর্ঘ সময় দেশের জাতীয় স্টেডিয়ামে ফুটবল খেলা নেই।

এবার এক প্রদর্শনী ম্যাচ দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরতে চলেছে ফুটবল। ১৮ অক্টোবর কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীদের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জন্য আর্থিক সহায়তা করতেই এই ম্যাচ আয়োজিত হবে।

ইতোমধ্যেই স্টেডিয়াম বরাদ্দ পেয়েছে ম্যাচটির আয়োজক প্রতিষ্ঠান নূর ক্রিয়েশন, জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ সূত্র। টিকিট বিক্রির প্রাপ্ত অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করবে আয়োজকরা। অবশ্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাংস্কৃতিক-বিনোদন অঙ্গনের প্রীতি ম্যাচ নতুন কিছু নয়। জাতীয় দুর্যোগ বন্যা ও নানান ক্ষেত্রে প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে তহবিল গঠন হয়।

প্রতিষ্ঠানটির কর্ণধার মুরাদ নূর গণমাধ্যমে বলেন, ‘আমরা জাতীয় ক্রীড়া পরিষদের অনুমতিপত্র পেয়েছি। অভিনয় ও কণ্ঠশিল্পীর পাশাপাশি কয়েকজন সাবেক ক্রীড়াবিদকেও রাখার পরিকল্পনা করছি। এই প্রীতি ম্যাচের টিকিট থেকে প্রাপ্ত অর্থ প্রধান উপদেষ্টার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ব্যাংক অ্যাকাউন্টে দেব। ’ 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ফুটবল ফেডারেশন ও অ্যাথলেটিক্স ফেডারেশন ব্যবহার করে। অ্যাথলেটিক্স ফেডারেশন নতুন ট্র্যাকে একটি প্রতিযোগিতা আয়োজন করেছে। তবে বাফুফে এই মাঠ এখনো বুঝে নিতে পারেনি। একটি সূত্র বলছে, জাতীয় ক্রীড়া পরিষদ চলতি বছর ডিসেম্বরের মধ্যে সংস্কার কাজ সমাপ্ত করবে। এরপরই বুঝে পেয়ে এই মাঠে ফের ফুটবল ফেরাতে পারবে বাফুফে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইটের কাজ পেয়েছে বিসিবি ও মোহামেডানের পরিচালক মাহবুব আনামের প্রতিষ্ঠান। ২০২১ সালের আগস্ট থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু হয়। করোনা মহামারিতে সেই কাজ আরো বিলম্ব করেছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন নিয়ে সংশয় তৈরি হয়। তবে কিছুদিন স্থগিত থাকলেও কাজ এখন চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।