ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মিরাজের মাইলফলকের ম্যাচে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
মিরাজের মাইলফলকের ম্যাচে চাপে বাংলাদেশ

বাংলাদেশের মাত্র ১৩তম ক্রিকেটার হিসেবে ১০০তম ওয়ানডে খেলতে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। মাইলফলকের ম্যাচটিতে অধিনায়ক হিসেবে খেলছেন তিনি।

ওয়ানডেতে অধিনায়ক হিসেবে এটিই তার প্রথম ম্যাচ।  

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে ছিটকে যাওয়ায় আজ শারজাহতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস করতে নামেন মিরাজ। প্রথমবারেই টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।  

আজ দুটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। শান্তর জায়গায় ঢুকেছেন জাকির। বিশ্রামে আছেন তাসকিন আহমেদ। তার জায়গায় অভিষেক হয়েছে ফাস্ট বোলার নাহিদ রানার।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা নড়বড়ে হয় বাংলাদেশের। তৃতীয় ওভারেই প্রথম স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন ওপেনার তানজিদ। তবে সেখানে থাকা গুলবাদিন নায়িব দুই হাত দিয়েও বল ধরতে পারেননি। পরের ওভারে আবার জীবন পান তানজিদ। এবার গজনফরের বলে সুইপে তুলে মারতে গিয়ে বল আকাশে তোলেন বাংলাদেশের ওপেনার। আফগান অধিনায়ক শহীদি দৌড়ে গিয়েও ক্যাচ নিতে পারেননি।

তানজিদ ঠিমকতো ব্যাটে-বলে করতে না পারলেও সৌম্য সরকার এই ম্যাচেও ছন্দে থাকার ইঙ্গিত দিচ্ছিলেন। আর তাতে ৫ ওভারে বিনা উইকেটে ৩৫ রান করে বাংলাদেশ। একসময় বিনা উইকেটে ৫০ পেরিয়ে যায় তারা। কিন্তু সৌম্য এবার আর ইনিংস টেনে নিতে পারেননি। ২৩ বলে ২৪ রান করে ওমরজাইয়ের বলে বল স্টাম্পে টেনে এনে প্লেড-অন হন সৌম্য। এরপর ১০তম ওভারে মোহাম্মদ নবির প্রথম বলেই কাভার পয়েন্টে হাশমতউল্লাহকে ক্যাচ দেন তানজিদ। ২৯ বলে ১৯ রান করেন তিনি।

পরের ওভারেই মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন জাকির। ওমরজাইয়ের বলে পয়েন্টে টোকা দিয়ে সিঙ্গেল নিতে চেয়েছিলেন মিরাজ। অন্য প্রান্ত থেকে জাকির দৌড়ে পিচের অর্ধেক পথ চলে আসার পর 'না' করেন মিরাজ; কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। খারোতের সরাসরি থ্রোয়ে রান আউট হন ৭ বলে ৪ রান করা জাকির।  

বিনা উইকেটে ৫০ পার হওয়া বাংলাদেশ ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলতে পারে ৬১ রান। দলীয় ৭০ পার হওয়ার পর বিদায় নেন তাওহীদ হৃদয়। ১৪ বলে ৭ রান করে রশিদ খানের বলে গুলবাদিন নায়িবের হাত ক্যাচ দেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৩ রান করেছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।