ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দীপুর সেঞ্চুরির পর আশরাফুলের ছয় উইকেট, জিতেছে চট্টগ্রাম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
দীপুর সেঞ্চুরির পর আশরাফুলের ছয় উইকেট, জিতেছে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের তৃতীয় দিন শেষ হয়েছে। শাহাদাৎ হোসেন দীপুর সেঞ্চুরির পর বল হাতে আশরাফুল হাসানের ছয় উইকেটে জয় পেয়েছে চট্টগ্রাম।

শেষদিনে জয়ের জন্য রংপুরের দরকার চার উইকেট।  

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে ৩১৮ রান করা বরিশাল দ্বিতীয়টিতে অলআউট হয়ে যায় স্রেফ ৭৭ রানে। এদিকে প্রথম ইনিংসে ৩১৩ রান করা চট্টগ্রাম পরের ইনিংসে ৮৩ রান তাড়া করে ম্যাচ জেতে।  

৩ উইকেটে ২০২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে চট্টগ্রাম। আগের দিন ৮১ রানে অপরাজিত থাকা ইয়াসির আলি চৌধুরী আউট হন ৯৯ রানে। তবে সেঞ্চুরি তুলে নেন শাহাদাৎ হোসেন দীপু। এবারের এনসিএলে প্রথমবার ফিফটি করেই তিন অঙ্ক ছুয়েছেনতিনি।  

২৪৯ বলের ইনিংসে ১০ চারে ১১৬ রান করেন দীপু। দলকে তৃতীয় দিনে অনেকটা একাই টেনেছেন তিনি। বরিশালের হয়ে ৩২ ওভার বল করে চার উিইকেট নেন অধিনায়ক তানভীল ইসলাম। তিনটি উইকেট পান রুয়েল মিয়া।  

দ্বিতীয় ইনিংসে বরিশালকে রীতিমতো ধ্বসিয়ে দেন আশরাফুল হাসান। ৮ ওভার ৩ বল হাত ঘুরিয়ে স্রেফ ২২ রান দিয়ে ৬ উইকেট পান তিনি। তিন উইকেট নেন নাঈম হাসান। বরিশালের পক্ষে ২৬ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন ফজলে মাহমুদ রাব্বি। চট্টগ্রামের হয়ে দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পারভেজ হোসেন ইমন।

সিলেটের একোডেমি মাঠে ঢাকা মেট্টোর মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে ৩০৪ রানে অলআউট হয়েছে ঢাকা মেট্টো। পরে নিজেদের প্রথম ইনিংসে ঢাকা বিভাগ করে ৩১৫ রান। দ্বিতীয় ইনিংসে এখন অবধি ১৮৬ রান করতে ৬ উইকেট হারিয়েছে মেট্টো।
৬ উইকেটে ২৫৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ঢাকা বিভাগ। দলটির পক্ষে সর্বোচ্চ ৮৩ রান হয়ে থাকে শুভাগত হোমের। মেট্টোর হয়ে তিন উইকেট নেন আবু হায়দার রনি। দ্বিতীয় ইনিংসে দলটির হয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। ১৩৮ বলে ৪২ রান করে আউট হয়ে গেছেন তিনি।  

শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে শেষদিনে জয়ের জন্য রাজশাহীর দরকার ২০১ রান। প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয় রংপুর, সমান রানে থামে রাজশাহীও। দ্বিতীয় ইনিংসে ২৬২ রানের ভালো সংগ্রহ পায় রংপুর। কিন্তু দ্বিতীয় ইনিংসে ৬২ রান তুলতেই চার উইকেট হারিয়ে ফেলেছে রাজশাহী। জয়ের জন্য শেষদিনে রংপুরের দরকার চার উইকেট।  

এদিকে কক্সবাজারের একাডেমি মাঠে মুখোমুখি হয়েছে সিলেট ও খুলনা। প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করে সিলেট। দ্বিতীয় ইনিংসে খুলনা ২৭৩ রানে অলআউট হয়ে গেছে। সিলেটের হয়ে তিন উইকেট করে নিয়েছেন নাবিল সামাদ ও সৈয়দ খালেদ আহমেদ। ১৬ মাস পর বোলিংয়ে ফিরে ১৫ ওভার করে ৩০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন এবাদত।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।