ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

যুব হকি দলকে ৫ লাখ টাকা পুরস্কার দেবে বাহফে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
যুব হকি দলকে ৫ লাখ টাকা পুরস্কার দেবে বাহফে ছবি: ডি এইচ বাদল

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত যে কোনো ফরম্যাটে বাাংলাদেশ হকি দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ যুব হকি দল সেই ইতিহাস গড়ে আজ দেশে ফিরেছে।

দলকে বিমানবন্দরে প্রাথমিক সংবর্ধনা দিয়েছে হকি ফেডারেশনের কর্মকর্তারা।  

এরপর বিমান বাহিনীর ফ্যালকন হলে তাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। সেখানে ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান ৫ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেন।  

ওমানে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে মঙ্গলবার (৩ ডিসেম্বর) থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ হকি জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে, যা বাংলাদেশ হকি দলের জন্য অবিস্মরণীয় মাইলফলক।  

দেশের ক্রান্তিকালেও হকি ফেডারেশনের সভাপতি তার ঐকান্তিক প্রচেষ্টায় আর্থিক সংকট দূর করে ওমানে অনুষ্ঠিত এশিয়া কাপে পুরুষ ও নারী হকি দলের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। খেলোয়াড়দের জন্য তিনি উপযুক্ত কোচ, উন্নতমানের সাজ-সরঞ্জাম, ট্রেনিং জার্সি ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন, যা তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। এবার ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করলেন।  

আগামী ডিসেম্বরে যুব হকি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। হাতে প্রায় এক বছরের বেশি সময় আছে। এই সময়ে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করতে চান হকি ফেডারেশনের সভাপতি হাসান মাহমুদ খান। তিনি বলেন, ‘আমাদের টেকনিক্যাল কমিটিতে যারা আছেন তারা আমাদের উপদেশ দিবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব। প্রয়োজন হলে প্রয়োজন হলে বাইরে থেকে কোচ নিয়ে আসবো। বর্তমান যুগের হকি অনেক পরিবর্তিত। টেকনিক্যাল থেকে অনেক ফিজিক্যাল হয়ে গেছে খেলা গুলি অনেক ফাস্ট হয়ে গেছে। ওদের সাথে কমপ্লিট করতে হলে আমাদের অনেক প্রস্তুতি নিতে হবে। ’

‘আমাদের সেরা চেষ্টাটাই আমরা করব। প্রথম বিশ্বকাপে শিরোপার আশা করাটা বেশি হয়ে যাবে । আমরা চেষ্টা করব যেন আস্তে আস্তে আমরা ভালো করতে পারি। প্রথমবারের মতন এটা একটা পরীক্ষামূলক বিষয় হবে দেখি আমাদের ছেলেরা কেমন করে। তবে এক বছরের নতুন সময় এটা অনেক সময় আমি এটাকে কোনভাবে কম বলবো না। আমরা নিজেদের সেরাটা দিয়ে তাদেরকে প্রস্তুত করার চেষ্টা করব। ’

বাংলাদেশের হকিতে সাফল্যের বিচারে একটা পর্যায়ের পর আর আগাতে পারছে না। এই সমস্যার সমাধান কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে হকি ফেডারেশনের সভাপতি বলেন, ‘আমি ইতিহাস বিশ্লেষণ করে সময় নষ্ট করি না আমি ফ্রেশ স্টার্ট করি। আমাদের ছেলেরা আমাদের দারুন একটি সুযোগ করে দিয়েছে যেন আমরা নতুন করে এগিয়ে যেতে পারি আমরা সেই সুযোগটা সদ্ব্যবহার করব। ফেডারেশনের সহযোগিতায় আমরা অবশ্যই এটা চেষ্টা করব। ’

‘ফেডারেশনের এই মুহূর্তে যেমন ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দরকার সেটা একটু দুর্বল তবে সেটা দূর করতে আমরা চেষ্টা করব। বারবারই বলেছি আমাদের মেইন যারা তারা হচ্ছে আমাদের খেলোয়াড় তাদেরকে আমাদের ঠিক রাখতে হবে। তারা যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক্যালি আমরা ভালো করতে পারবো। হকি ফেডারেশনে আগে যে বাধাগুলো ছিল এখন আর সে বাধাগুলো নেই। হকিতে এখন যে আমরা নতুন আটক কমিটি এসেছি আমাদের এখন একটাই চিন্তা হকের উন্নতি। ’

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।