ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নিয়মিত মাঠে খেলা চান হকির যুবারা 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
নিয়মিত মাঠে খেলা চান হকির যুবারা 

হকিতে বাংলাদেশের প্রথম দল হিসেবে যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ যুব হকি দল। ওমান থেকে যুব এশিয়া কাপের সফর শেষ করে আজ দেশে ফিরেছে দল।

বিশ্বকাপ নিশ্চিত করায় এয়ারপোর্টে এবং বিমান বাহিনীর ফ্যালকন হলে সংবর্ধিত হয়েছেন তারা।  

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ হকিতে খেলবে বাংলাদেশ দল। প্রায় এক বছর সময় হাতে থাকায় ভালো প্রস্তুতি নিতে চান সকলেই। নিয়মিত খেলার মাধ্যমে এই সময়টা কাজে লাগাতে চান তারা।  

যুব এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ গোল করেছেন রাকিবুল হাসান রকি। আসরে তিনি সাত গোল করেছেন। নিজের পারফরমেন্সে সন্তুষ্ট হলেও আরো বেশি গোল করতে পারতেন বলে মনে করেন তিনি। যুবদলের খেলার আগে সিনিয়র দলের হয়েও খেলেছেন তিনি। সেই অভিজ্ঞতা যুবদলের চাপ সামলে নিতে কাজে দিয়েছে বলে মনে করেন রকি।  

তিনি বলেন, ‘এটা একটু চ্যালেঞ্জিং ছিল। কিন্তু ন্যাশনাল টিমের পারফরমেন্স বেশি চ্যালেঞ্জিং ছিল। ন্যাশনাল লেভেলও চ্যালেঞ্জিং এটাও চ্যালেঞ্জিং। তবে আমার মতে সিনিয়র লেভেল তো সিনিয়ার লেভেলই। ওইটা অনেক উপরের লেভেলে ইন্ডিয়ার সাথে খেলা মালয়েশিয়ার মতন দেশের সাথে খেলা। সিনিয়ার লেভেলে খেলার ফলে জুনিয়র লেভেলে খেলতে আমি একটু বেশি কনফিডেন্স পেয়েছি। ’

‘আরও বেশি গোল হতে পারতো আমি অনেক ইজি গোল মিস করছি । পারফরম্যান্স আরো ভালো হতে পারতো তবে অল্প সময়ের মধ্যে যা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। ’- যোগ করেন তিনি।

দ্রুতই ক্যাম্প শুরু করতে চান রকি। হাতে এক বছরের মত সময় থাকলেও দ্রুতই ক্যাম্প শুরু করে নিজেদের কাজে লেগে পড়তে চান তিনি। শুধু রকি নন সময়ক্ষেপণ করতে নারাজ সকলেই। রকি বলেন, ‘ফেডারেশনের কাছে একটাই চাওয়া যত তাড়াতাড়ি পারুক ফেডারেশন আমাদের ক্যাম্পটা শুরু করুক। আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাইতেছি আমাদের টক্কর দিতে হবে ওই লেভেলের দল দলের সাথে যেখানে নেদারল্যান্ড জার্মানির মতো দল থাকবে। আমাদের লেভেলটা হইতে হবে এরকম। যত তাড়াতাড়ি আমাদের ক্যাম্প শুরু হবে আমরা ভালো কোচিং স্টাফ ভালো ফ্যাসিলিটি ভাবো তত ভালো খেলা আমরা দেশকে দিতে পারব। আমার একটাই চাওয়া যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ক্যাম্পটা শুরু হোক। ’

সেরা গোলরক্ষকের মতন একই সুর দলের কোচ মওদুদ হাসান শুভর কন্ঠে। নিয়মিত ক্যাম্পের পাশাপাশি প্রিমিয়ার লিগের খেলা, ফ্রাঞ্চাইজি লীগ এবং ইউরোপের দলগুলোর সাথে টুর্নামেন্ট কিংবা সিরিজ ম্যাচ আয়োজনে আগ্রহী তিনি। শুভ বলেন, ‘আমাদের সামনে এক বছর সময় আছে। এক বছর ক্যাম্প কিন্তু কঠিন জিনিস। যদি আমার কাছে জানতে চান তাহলে আমি বলব আমাদের মাঠের প্রিমিয়ার লিগটা নিয়মিত হতে হবে। একটা ফ্রাঞ্চাইজি লীগ যদি থাকে তাহলে খেলোয়াড়রা ফিনান্সিয়ালি বেনিফিটেড হবে। আমাদের প্রিমিয়ার লিগ এবং ফ্রাঞ্চাইজি লীগ কিন্তু আমি বলব বিশ্বমানের হয়। ’

‘বিশ্বের টপ ক্লাস প্লেয়াররা এখানে এসে খেলে। ওদের সাথে খেললে তাদের পারফরম্যান্স এবং কনফিডেন্স লেভেল টা হাই হবে এর সঙ্গে ক্যাম্পটা যদি থাকে। এর পাশাপাশি মাঝে মাঝে আশেপাশে ভালো কিছু দেশ আছে তাদের সাথে খেলা আয়োজন করা যায়। ইউরোপের বিভিন্ন দেশে যদি টুর্নামেন্ট আয়োজন করা যায়। অথবা কোন দেশের সাথে একটা সিরিজ খেললো এভাবে প্র্যাকটিস করলে ভালো করা যায়। ’

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।