ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জুনিয়র এশিয়া কাপ হকি

বাংলাদেশের জালে চীনের ১৯ গোল

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
বাংলাদেশের জালে চীনের ১৯ গোল

ওমানে জুনিয়র এশিয়া কাপ হকি নারীদের প্রতিযোগিতায় বড় হারে দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে চায়নার বিপক্ষে ১৯-০ গোলে হার দিয়ে যাত্রা শুরু করেছে তারা।

  সদ্য সমাপ্ত ছেলেদের জুনিয়র এশিয়া কাপ প্রতিযোগিতায় যুবারা পঞ্চম হয়ে জুনিয়র হকি বিশ্বকাপ নিশ্চিত করে ফিরেছে।  এরপর নারী দলের এমন পারফরম্যান্স কিছুটা হতাশারই।

ম্যাচে প্রথম কোয়ার্টারেই চীন ৬ গোল করে। পরের কোয়ার্টারে আরো চার গোল করে ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারে আরো ৪ গোল হলে ব্যবধান দাঁড়ায় ১৪-০। শেষ কোয়ার্টারেও কমেনি চীনের গোলক্ষুধা। চতুর্থ কোয়ার্টারে আরো পাঁচ গোল করলে ১৯-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।

বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে প্রথমবারের মতো খেলছে। জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্স আপ হয়ে এশিয়া কাপ নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।