ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

প্রথম বাংলাদেশি হিসেবে আল্ট্রা ট্রেইল ম্যরাথনে ইমামুরের রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
প্রথম বাংলাদেশি হিসেবে আল্ট্রা ট্রেইল ম্যরাথনে ইমামুরের রেকর্ড

ঢাকা: সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত ইউটিএমবি আল্ট্রা ট্রেইল ম্যারাথনের ১০০ কিলোমিটার বিভাগে সফলভাবে ফিনিশিং লাইন স্পর্শ করার প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করেছেন আল্ট্রা রানার ইমামুর রহমান।

১০০ কিলোমিটার বিভাগে মোট দূরত্ব ছিল মোট ৯৬ কিলোমিটার এবং উচ্চতা ছিল প্রায় পাঁচ হাজার একশ মিটার।

ইমামুর রহমান ২৬ ঘন্টা ৪৮ মিনিট ১৩ সেকেন্ড সময় নিয়ে এই কঠিন চ্যালেঞ্জ শেষ করেন। গত ৬-৮ ডিসেম্বর থাইল্যান্ডের চিয়াং মাইতে অনুষ্ঠিত এই ইভেন্টে ৮৫টি দেশের রানাররা অংশগ্রহণ করেন।  

ইমামুরকে চিয়াং মাইয়ের ওয়াট ফ্রা দ্যাট দোইখাম মন্দির, ভুবিং প্যালেস, খুন চ্যাং খিয়ান, হুয়ে তুয়েং থাও জলাধার, মায়ে সা এলিফ্যান্ট ক্যাম্প, দোই পুই সামিট, দোই ফা ক্লং, হোমাংগ্রাম, ওয়াট ফ্রা দ্যাট দোই সুথেপ মন্দির অতিক্রম করতে হয়েছে।

দৌঁড় শেষে তরুণ এ রানার বলেন, ‘গত বছর তিনি এই একই ইভেন্টে অংশ নিয়েছিলেন এবং আটষট্টি কিলোমিটার শেষ করার পরে একটি গুরুতর দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। যে কারণে দৌড় শেষ না করেই ফিরে আসতে হয়েছিল, কিন্তু এবার কিছুই তাকে থামাতে পারেনি। এবার তিনি গতবারের চেয়ে বেশি প্রস্তুতি নিয়ে ট্র্যাকে এসে সফলতার সাথে দৌড় শেষ করে বাংলাদেশের পতাকা উর্ধ্বে তুলে ধরেছেন। ’
 
ইমামুর আরো বলেন, ‘প্রথম বাংলাদেশী হিসেবে ইউটিএমবি ইভেন্ট এর ১০০ কিলোমিটার আলট্রা ট্রেইল ম্যারাথন এর ফিনিশিং লাইন এ পৌঁছানো ছিলো তার স্বপ্ন এবং সেটি তিনি করে দেখিয়েছেন। ’

ইউটিএমবি বা আল্ট্রা ট্রেইল ডু মন্ট ব্লাঙ্ক-এ সুপার বোলে বিভিন্ন ধাপে দৌড়াতে হয় ১০ কিলোমিটার, ২০ কিলোমিটার, ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার থেকে ১৭০ কিলোমিটার পর্যন্ত। এই রেস মূলত হয়ে থাকে এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতমালার চারপাশে।

ইমামুর জানান, লম্বা সময় ধরে ম্যারাথনের হিসেবে দৌড় শুরু করলেও তিনি ইউটিএমবি-এর সঙ্গে জড়িয়েছেন বেশ কয়েক বছর হলো।

ইমামুর রহমান গত বছর ভিয়েতনাম আল্ট্রা ট্রেইল ম্যারাথন এবং পর্তুগাল সুপার হাফ সিরিজের সফলতার পর এ বছর ঢাকা ম্যারাথন, ফুকেট ১০০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন, উদনপিট রান ও পাতায়া ম্যারাথন এবং আমাস্টারডাম ম্যারাথন সম্পূর্ণ করেন।  

ভবিষ্যতে আরো আন্তর্জাতিক ম্যারাথন, আল্ট্রা ও আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত রয়েছেন তরুণ এই আলট্রা ট্রেইল ম্যারাথন রানার।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
টিএ/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।