ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

খেলা

মেসি-এনরিক দু’জনেই থাকছেন বার্সায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
মেসি-এনরিক দু’জনেই থাকছেন বার্সায়

ঢাকা: সম্প্রতি বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও কোচ লুইস এনরিকের  সম্পর্কের জের ধরে গুঞ্জন উঠেছিল এদের মধ্যে কোন একজন ক্লাব ছাড়ছেন। তবে এসব জল্পনার অবসান ঘটিয়ে দলটির প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ জানিয়েছেন, মেসি অথবা এনরিক দু’জনের কেউই বার্সা ছাড়ছেন না।



এরই মধ্যে গুঞ্জন উঠেছিল আর্জেন্টাইন অধিনায়ক ইংলিশ ক্লাব চেলসির সঙ্গে যোগাযোগ করেছিলেন। আর জানা গিয়েছিল বার্সা যদি সামনে খারাপ পারফরম্যান্স করে তাহলে এনরিককে বহিষ্কার করা হবে। তবে ক্লাব প্রেসিডেন্ট জানান, তারা দু’জনেই ভবিষ্যতে দলের হয়ে থাকবেন।

বার্তেমেউ বলেন, ‘লুইস এনরিকের বার্সার সঙ্গে আরো দুই বছরের চুক্তি আছে। সে দলকে পুনর্গঠন করছে আর ফুটবলারদের সঙ্গে কাজ করছে। আমার মতে দলের কোচের জন্য সেই যোগ্য ও আদর্শ ব্যক্তি। ’

তিনি আরো বলেন, ‘মেসির দলের সঙ্গে ২০১৮ পর্যন্ত চুক্তি আছে। সে দলে ভালো আছে আর আমরা দারুণ খুশি। সে একজন অধিনায়ক আর সে আমাদের দলের সেরা ফুটবলার। সবাই জানে আমরা মেসিকে বিক্রি করবো না। আর সে এ দলেই নিজের ভবিষ্যত গড়তে চায়। ’

বার্তেমেউ আরো যোগ করেন, ‘ আমি মেসি ও এনরিকের সম্পর্ক নিয়ে কিছু বলতে চাই না। তবে তাদের মধ্যে কোন সমস্যা নেই। ’

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।