ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফেঁসে গেছেন বালোতেল্লি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
ফেঁসে গেছেন বালোতেল্লি মারিও বালোতেল্লি

ঢাকা: আবারো সংবাদ শিরোনামে ইতালীর তারকা স্ট্রাইকার মারিও বালোতেল্লি। তবে, তা খেলার মাঠের কাণ্ডকারখানায় নয়।

মাঠের বাইরের ঘটনায় প্রায়ই সংবাদ শিরোনামে আসা বালোতেল্লি আবারো অদ্ভূত কাণ্ড করে ফেঁসে গেছেন।

এবারে সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সট্রাগ্রামে ‘মারিয়াসিফথ’ নামের এক মেয়েকে উত্যক্ত করায় বিতর্কে জড়িয়েছেন বালোতেল্লি।

ইতালীয় এ তারকা সেই মেয়েকে নানা ভাবে উত্যক্ত করতে থাকেন বেশ কিছুদিন আগে থেকে। লিভারপুলের ফুটবলার বালোতেল্লির এ সমস্ত ঘটনা জেনে যায় মারিয়াসিফথের প্রেমিক। আর তিনিই বালোতেল্লির লেখা সব কথোপকথনের ‘স্ক্রিন শট’ আরেকটি জায়গায় পোস্ট করেন।

মাঠের খেলায় সফলতা দেখাতে না পারলেও মাঠের বাইরের বিভিন্ন কাণ্ডে পারদর্শী বালোতেল্লি এসি মিলান থেকে এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ারের দল লিভারপুলে যোগ দিয়েছেন। তবে, অলরেডসদের হয়ে এ ইতালীয়ান ১১ ম্যাচ খেলে কোনো গোল আদায় করে নিতে পারেন নি।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।