ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

প্রেমে মজে নেইমারের নাচ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
প্রেমে মজে নেইমারের নাচ (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা তাদের নতুন বছর শুরু করেছিল হার দিয়ে। লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়ার পর দলের ড্রেসিং রুমের পরিস্থিতি নিয়ে সমালোচনা হয়েছিল কাতালান ক্লাবটিকে নিয়ে।

এছাড়া ক্লাবের প্রাণভোমরা লিওনেল মেসি আর দলের কোচ লুইস এনরিকের সম্পর্ক নিয়েও তোলপাড় সৃষ্টি হয়েছিল বিশ্ব ফুটবলে।

কিন্তু, এতো কিছুর পরও নির্ভার থেকেছেন ব্রাজিল অধিনায়ক নেইমার। বার্সার তারকা এ স্ট্রাইকার তার এক ব্রাজিলিয়ান বন্ধুর বাড়িতে রান্না ঘরে গিয়ে নেচেছেন গানের তালে।

এদিকে, ব্রাজিল তারকা প্রসঙ্গে গুঞ্জন উঠেছে নতুন প্রেমে মজেছেন তিনি। স্পেনের আইনজীবী ২৬ বছর বয়সী এলিজাবেথ মার্টিনেজের প্রেমে মজেছেন ২২ বছর বয়সী নেইমার, এমনই সংবাদ প্রকাশ করছে স্প্যানিস পত্রিকাগুলো।

তবে, শত আলোচনা-সমালোচনা নেইমারের মাঠের পারফরমেন্সে কোনো প্রভাব ফেলে না, তা আবারো প্রমান করলেন সেলেকাও অধিনায়ক। কোপা দেল রে’র ম্যাচে ৫-০ গোলে এলচেকে হারিয়েছে বার্সা। আর ৫টি গোলের ২টিই এসেছে নেইমারের পা থেকে।

নেইমারের নাচঃ


বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ০৯ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।