ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বছরের সব শিরোপা জিততে চায় শেখ রাসেল

মাজেদুল নয়ন ও মুশফিক পিয়াল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
বছরের সব শিরোপা জিততে চায় শেখ রাসেল ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের দায়িত্ব নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এর চেয়ারম্যান হয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান।

তিনি দায়িত্ব নেওয়ার পরই ক্লাবটি নতুনভাবে জেগে উঠেছে।

শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে নতুন বছরের সব শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানালেন শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান। দেশের ফুটবলকে অার্ন্তজাতিক মানে উন্নীত করার চ্যালেঞ্জ নিতে চান তিনি।

শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের নতুন চেয়ারম্যান সায়েম সোবহান সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেন, ক্রীড়াঙ্গনে আমাদের একটাই লক্ষ্য, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। দেশের ফুটবল এখন অনেক পিছিয়ে গেছে। আমি চাই, দেশের ফুটবলকে একধাপ না পারলে দশ ধাপ এগিয়ে নিতে। আর এজন্য আমাকে একা কাজ করলে হবে না। আপনাদের সকলকে কাজ করতে হবে, আমাদের সহযোগিতা করতে হবে।

তিনি আরো বলেন, আমরা চাই শেখ রাসেলকে আন্তর্জাতিক মানের একটি দল হিসেবে গড়তে। আর এর জন্য যা যা করার আমরা করবো। দেশের ফুটবলকে আবারো এক নম্বর খেলায় ফিরিয়ে আনতে চাই।

এবারো সবার আগে দল গোছানোর কাজ শেষ করেছে শেখ রাসেল। এ প্রসঙ্গে সায়েম সোবহান বলেন, শেখ রাসেল সবসময়ই শিরোপা জয়ের লক্ষ্যে দল তৈরি করে। মৌসুমের সবগুলো শিরোপা ঘরে তোলার লক্ষ্য নিয়ে আমরা শক্তিশালী দল গঠন করেছি। দলের ফুটবলাররা ভালো খেলে। তাদের সমর্থন দিতে হবে। মাঠে এবং মাঠের বাইরে সকলের সহযোগিতা কামনা করছি।

তবে, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে ব্যক্তিগত উদ্দেগ্যের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সায়েম সোবহান।

শেখ রাসেলের খেলোয়াড়দের জন্য বসুন্ধরা গ্রুপ নিজেদের জায়গায় মাঠের সুবিধা দিচ্ছে জানান সায়েম সোবহান। এছাড়া খেলোয়াড়দের জন্য আবাসিক সুবিধাও দিবেন বলে জানালেন শেখ রাসেল ক্রীড়া চক্রের নতুন চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ সবসময় এক নম্বরে থাকতে পছন্দ করে। আর তাই আমি চাই শেখ রাসেলকেও এক নম্বরে দেখতে। ফুটবলারদের জন্য যা যা করলে তারা ভালো করবে, আমরা তাই করবো। ফুটবলারদের জন্য একাডেমী খুব অল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পাবেন।

এ অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিক, ক্লাবের খেলোয়াড়-কর্মকর্তাদের সাথে আরো উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস চেয়ারম্যান (ফুটবল) গোলাম রব্বানী হেলাল, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনসহ অন্যান্যরা।

নতুন মৌসুমের শেখ রাসেল স্কোয়াডঃ
মামুন (মোহামেডান), রাসেল মাহমুদ লিটন (মুক্তিযোদ্ধা), মাসুদ রানা (শেখ রাসেল), রাকিবুল ইসলাম রনি (শেখ রাসেল), আমিনুল ইসলাম (শেখ রাসেল), ওয়ালি ফয়সাল (আবাহনী), রেজাউল করিম (শেখ রাসেল), মো. ইয়াসিন (শেখ জামাল), তপু বর্মণ (মোহামেডান), নজরুল ইসলাম (চট্টগ্রাম আবাহনী), সোহেল রানা (শেখ রাসেল), আবদুল হামিদ ভাসানী (আবাহনী), মুরাদ হাসান (শেখ রাসেল), শেখ মোহ. আশরাফ হোসেন (মুক্তিযোদ্ধা), জাহিদ হোসেন (মোহামেডান), জামাল হোসেন (আবাহনী), শাহেদুর আলম শাহেদ (আবাহনী), ফজলে রাব্বি (শেখ রাসেল), আতিকুর রহমান মিশু (আবাহনী), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস (মোহামেডান), মোখলেসুর রহমান (বিজেএমসি), আবু সুফিয়ান ইউসুফ শিফাত (মোহামেডান), জাহিদ হাসান এমিলি (মোহামেডান), মিঠুন চৌধুরী (শেখ রাসেল), আসাদুজ্জামান বাবলু (ফকিরেরপুল), মো. রকি (ফকিরেরপুল), বোজান প্যাটট্রিক (শেখ রাসেল, সার্বিয়া), কিংসলে চিগোজি এনকোওচা (নাইজেরিয়া)।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।