ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ক্রিকেটার রুবেলের মুক্তি দাবিতে বাগেরহাটে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
ক্রিকেটার রুবেলের মুক্তি দাবিতে বাগেরহাটে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও ক্রীড়ামোদীসহ সর্বস্তরের মানুষ।

শনিবার দুপুরে শহরের ব্যস্ততম সাধনার মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পলিত হয়।



বাগেরহাটবাসীর ব্যানারে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ ক্রীড়ামোদী, খেলোয়াড়, ক্রীড়াসংগঠক, জেলা ক্রীড়া সংস্থাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে তারা প্লাকার্ড ও ব্যানার নিয়ে সারিবদ্ধভাবে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী বিশ্বকাপ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তাতে বাগেরহাটের কৃতি সন্তান রুবেল হোসেনের নাম রয়েছে। তাকে ওই বিশ্বকাপে খেলতে না দেওয়ার চক্রান্ত হিসেবে হ্যাপি নামে এক অভিনেত্রীর দায়ের করা মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আমরা বাগেরহাটবাসী অবিলম্বে দেশের স্বার্থে রুবেলকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার সেলিম আহমেদ, যুগ্ম সম্পাদক খন্দকার আসিফ উদ্দিন রাখী, অমিত রায়, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মেহেদী হাসান আরমান, সিরাজ উদ্দিন সাহিন, বাগেরহাট জেলা দলের ক্রিকেটার আবু তাহের ও তারিক আহম্মদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।