ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রোনালদো জিতলেন ‘স্যালন ডি অর’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
রোনালদো জিতলেন ‘স্যালন ডি অর’ ছবি: সংগৃহীত

ঢাকা: পর্তুগালের তারকা উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো এবারের ‘স্যালন ডি অর’ জিতেছেন। ফুটবলের জনপ্রিয় ওয়েব সাইট ‘গোল ডট কমের’ জরিপে ২০১৪ সালের চুলের স্টাইলের উপর ভিত্তি করে এ পুরস্কার দেওয়া হয়েছে।



রিয়াল মাদ্রিদের হয়ে খেলা রোনালদো ৩২.৭ শতাংশ ভোটে এ পুরস্কার জিতেছেন।

রোনালদোর পরে অবস্থান করছেন জুভেন্টাসের মিডফিল্ডার আন্দ্রে পিরলো। ৯.৪ শতাংশ ভোট পেয়ে লম্বা চুলের অধিকারী পিরলো এ পুরস্কারের জন্য দ্বিতীয় মনোনীত হয়েছেন।

এদিকে ব্রাজিল অধিনায়ক পেয়েছেন ৭.৯ শতাংশ ভোট। বার্সেলোনার এ তারকা হয়েছেন তৃতীয়।

২০ জন ফুটবলারের মধ্য থেকে বেছে নেওয়া ব্যতিক্রমী চুলের স্টাইল করা খেলোয়াড়দের মাঝে লিভারপুলের মারিও বালোতেল্লি পেয়েছেন ৭ শতাংশ ভোট। একই ভোট পেয়েচেন রোনালদোর ক্লাব সতীর্থ ওয়েলস তারকা গ্যারেথ বেল।

এবারের ব্যতিক্রমী এ পুরস্কারের জন্য গোল ডট কমের ৩৭ হাজার ৪৫৮ জন তাদের ভোট প্রদান করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।