ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সুস্থ আছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
সুস্থ আছেন রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো

ঢাকা: রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, দলের সেরা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোর হাঁটুর ইনজুরির সমস্যা নেই। আর আজ রাতে ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে এসপিওনালের বিপক্ষে মাঠে নামছেন এ পর্তুগিজ।



২৯ বছরের এ তারকা রিয়ালের সর্বশেষ কোপা দেল রে’র ম্যাচে খেলার ৬৩ মিনিটে মাঠে নেমেছিলেন। অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হেরে ম্যাচ শেষে আনচেলত্তি জানিয়েছিলেন, সিআর সেভেনকে মূল একাদশে নামিয়ে ঝুঁকি নিতে চাননি।

এদিকে আনচেলত্তি আরো জানান, রোনালদোর ইনজুরিতে থাকার ব্যাপারটি পুরোপুরি গুঞ্জন। আর আজ রাতের ম্যাচেই সে মূল একাদশে থাকছে।

আনচেলত্তি বলেন, ‘রোনালদোর হাঁটুর কোন সমস্যা নেই। সে আমাদের দলের মূল স্ট্রাইকার। আর সে সব সময় ইনজুরি মুক্ত হয়ে দলে থাকতে চায়। ’

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।