ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ওয়ার্ল্ড হকি লিগে যাচ্ছে জিমি, চয়নরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
ওয়ার্ল্ড হকি লিগে যাচ্ছে জিমি, চয়নরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিংগাপুরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে অংশ নিতে বাংলাদেশ জাতীয় হকি দল আজ রাত সাড়ে দশটায় মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবে।

সেখানে আগামীকাল মালয়েশিয়া অনুর্ধ্ব-২১ দল এবং পরের দিন জাতীয় ‘এ’ দলের সাথে দুটি প্রাকটিস ম্যাচে অংশগ্রহণ করবে।

প্রাকটিস ম্যাচ শেষে ১৪ জানুয়ারি সিংগাপুরের উদ্দেশ্যে রওয়ানা হবে জিমি, চয়নরা। সেখানে ওমানের সঙ্গে নির্ধারিত আছে আরেকটি প্রস্তুতি ম্যাচ।

১৭-২৫ জানুয়ারি সিঙ্গাপুরে হবে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড।

পুল ‘বি’তে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে জাপান, মেক্সিকো ও পোল্যান্ড। বিশ্ব ৠাংকিংয়ে বাংলাদেশের থেকে উপরে রয়েছে জাপান এবং পোল্যান্ড। মেক্সিকো রয়েছে বাংলাদেশের নিচে। তাই এবারের আসরে যেকোনো একটি বড় দলকে হারালেই চলবে না, হারাতে হবে আরো একটি দলকে।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জানুয়ারি জাপানের বিপক্ষে। পরের দিন জিমিরা মেক্সিকোর মুখোমুখি হবে। আর গ্রুপের শেষ খেলায় ২০ জানুয়ারি পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ হকি দল।

এবারে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণ কুমারকে। নতুন অধিনায়কের সঙ্গে থাকছেন নতুন কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।