ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

হাইভোল্টেজ ম্যাচে নামছে বার্সা-অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
হাইভোল্টেজ ম্যাচে নামছে বার্সা-অ্যাতলেতিকো ছবি : সংগৃহীত

ঢাকা: লা লিগার হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা এবং অ্যাতলেতিকো মাদ্রিদ। বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।



হাইভোল্টেজ এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।

১৭ ম্যাচে সমান জয়, পরাজয় আর ড্র নিয়ে ৩৮ পয়েন্ট পেয়ে যৌথভাবে তালিকার দুই নম্বরে রয়েছে বার্সা আর অ্যাতলেতিকো। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে কাতালানরা।

বছরের শুরুতে লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলের হারের লজ্জা পায় লুইস এনরিকের বার্সা। তবে, কোপা দেল রে’র ম্যাচে এলচের বিপক্ষে মেসি, নেইমার, সুয়ারেজরা দারুণ ভাবে ঘুরে দাঁড়ায়। ৫-০ গোলের জয় তুলে নেয় এনরিকের ছাত্ররা।

এদিকে, স্প্যানিস আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদকে বছরের শুরুতে হারিয়েছে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো। আর তার আগে লা লিগার শেষ ম্যাচে লেভান্তের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়ে বেশ আত্মবিশ্বাসী বর্তমান চ্যাম্পিয়নরা।

শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানে কমাতে তাই দুই দলই জয় ভিন্ন আর কিছু ভাবছে না।

সাম্প্রতিক পরিসংখ্যানও আভাস দিচ্ছে হাইভোল্টেজ ম্যাচের। গত পাঁচটি ম্যাচে মুখোমুখি দেখায়িএকটি করে ম্যাচ জিতেছে দুই দল। বাকি ম্যাচ গুলো ড্র হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।