ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ইন্টারের জয়ের রাতে হোঁচট খেল মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
ইন্টারের জয়ের রাতে হোঁচট খেল মিলান ছবি: সংগৃহীত

ঢাকা: ‘সিরি আ’ তে জেনোয়ার বিপক্ষে ৩-১ গোলের সহজ পেয়েছে ইন্টার মিলান। তবে, তাদের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান হোঁচট খেয়েছে।

তুরিনোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ১৮ বারের চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠ সান সিরোতে প্রথমার্ধেই ২-০ তে এগিয়ে যায় ইন্টার। ১২ মিনিটের মাথায় স্বাগতিকদের লিড এনে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার রদ্রিগো প্যালাসিও। এরপর ৩৯ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার হার্নানেসের অ্যাসিস্টে লিড দ্বিগুন করেন মাউরো ইকারদি। ২-০ ব্যবধানেই বিরতিতে যায় রবার্তো মানচিনির শিষ্যরা।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে ডিফেন্ডার আরমান্দো ইজ্জোর গোলে ম্যাচে ফেরে জেনোয়া। তবে, তিন মিনিট পর ইন্টারের হয়ে নিমানজা ভিডিচ গোল করলে জেনোয়ার ড্র করার আশাটা ভেস্তে যায়। নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

অপর ম্যাচটি এসি মিলানের জন্য হতাশাজনক ছিল। শুরুতে এগিয়ে গিয়েও শেষ দিকে এসে ড্র করতে হয় ফিলিপ্পো ইনজাগির শিষ্যদের। খেলা শুরুর তিন মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় মিলান। স্পট কিক থেকে গোল আদায় করে নেন ফ্রেঞ্চ মিডফিল্ডার জেরেমি মেনেজ।

খেলার ৮০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল মিলান। তবে, এর এক মিনিট পরেই ব্রুনো পেরেসের অ্যাসিস্টে স্বাগতিক তুরিনোকে ম্যাচে ফেরায় ডিফেন্ডার কামিল গ্লিক। এরপর আর লিড নিতে পারেনি মিলান। তাই শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ইনজাগির শিষ্যদের।

পয়েন্ট টেবিলে দুই মিলানের অবস্থা খুবই নাজুক। এখন পর্যন্ত ১৮ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে মিলান। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে মিলানের পরেই ইন্টারের অবস্থান।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘন্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।