ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

হেরে গিয়ে জায়গা খোয়ালো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
হেরে গিয়ে জায়গা খোয়ালো ম্যানইউ ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আবারো অঘটনের শিকার হয়েছে ম্যানচেস্টার উইনাইটেড। টানা দুই ম্যাচ জয়ের পর এবারে লুইস ফন গালের শিষ্যরা হেরে বসেছে সাউদাম্পটনের বিপক্ষে।



ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ১-০ গোলের পরাজয় বরণ করে ম্যানইউ। সাউদাম্পটনের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন দুসান তাডিক।

এ ম্যাচে প্রত্যাশিত জয় তুলে পূর্ণ তিন পয়েন্টের জন্য ফর গাল মাঠে নামিয়েছিলেন রবিন ফন পার্সি, অ্যাঞ্জেল ডি মারিয়া, ওয়েইন রুনি, লুক শ’দের মতো তারকাদের। তবে, প্রথমার্ধে কোনো দল গোল আদায় করতে না পারলে গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পরে ম্যাচের ৬৯ মিনিটের মাথায় গোলটি করেন সার্বিয়ার তারকা মিডফিল্ডার তাডিক। ম্যাচের বাকি সময়ে গোল শোধ দিতে না পারায় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

আর এ পরাজয়ের পরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানটি সাউদাম্পটনের কাছে ছেড়ে দিতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে নেমে গেল ম্যানইউ। আর সমান ম্যাচে ম্যানইউয়ের থেকে দুই পয়েন্ট বেশি নিয়ে টেবিলের তৃতীয় স্থানটি নিজেদের করে রাখলো সাউদাম্পটন। ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে চেলসি।

বাংলাদেশ সময়: ০৩৩১ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।