ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সানচেজময় আর্সেনালের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
সানচেজময় আর্সেনালের সহজ জয় অ্যালেক্সিস সানচেজ / ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যালেক্সিস সানচেজের জোড়া গোলে দুর্বল স্টোক সিটির বিপক্ষে ৩-০ গোলে জয় পেল আর্সেনাল। সেই সঙ্গে চিলিয়ান এ ফুটবলার গানারদের হয়ে মৌসুমে নিজের ১৮টি গোল উদযাপন করলো।

আর ম্যাচের অন্য গোলটি তার অ্যাসিস্ট থেকেই এসেছে। পাশাপাশি এ জয়ের ফলে দলটি লিগের শেষ চারের সঙ্গে ব্যবধান কমালো।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে খেলতে ন‍ামে আর্সেনাল। আর হোম কন্ডিশনের সুবিধা নিয়ে সানচেজ লিগের তার ১১ ও ১২তম গোল পেলেন। তবে খেলার প্রথমার্ধে লরা কোসিলেনির গোলে লিড নেয় স্বাগতিকরা।

এদিন খেলার ছয় মিনিটেই এগিয়ে যায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। মাঝমাঠ থেকে সানচেজ বল পেয়ে দারুণ এক ক্রসের মাধ্যমে কোসিলিনের কাছে পাস দেন। আর বক্স থেকে ছয় গজ দুরে থাকা এ ফুটবলার দলের লিড নিতে ভূল করেন নি।

এক গোলে এগিয়ে থাকা আর্সেনাল আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয়। খেলার ৩৩ মিনিটে টমাস রসিকির সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে পেনাল্টি বক্সের সামনে এগিয়ে অসাধারণ একটি গোল করে দলের লিড দ্বিগুন করেন সাবেক বার্সেলোনা স্ট্রাইকার সানচেজ। পরে ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

বিরিতি থেকে ফিরেও যেন গোলক্ষুদা মিটছিলোনা সানচেজের। খেলার ৪৯ মিনিটে প্রায় একক দক্ষতায় নিজের জোড়া ও দলের তিন নম্বর গোলটি করেন এ তারকা স্ট্রাইকার।

খেলার বাকি সময় ‍আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে লিগে পাঁচ নম্বরে উঠে আসা এ দলটি।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।