ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সেলফি তুলে গোল উদযাপন করলেন টট্টি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
সেলফি তুলে গোল উদযাপন করলেন টট্টি ফ্রান্সিসকো টট্টি

ঢাকা: ইতালিয়ান সিরিআ লিগে লাজ্জিওর বিপক্ষে সমতা সূচক গোল করে সমর্থকদের সঙ্গে সেলফি তুললেন রোমার অধিনায়ক ফ্রান্সিসকো টট্টি। আর নগর প্রতিদ্বন্দিদের সঙ্গে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে স্বাগতিকদের হয়ে খেলার ৪৮ ও ৬৪ মিনিটের দুটি গোলই আসে এ সাবেক ইতালিয়ান ফুটবলারের পাঁ থেকে।



এদিকে এ ম্যাচে প্রথম গোল করার পর টট্টি বর্তমানে রোমা ডার্বি ম্যাচে সর্বোচ্চ গোলদাতা হলেন। তিনি ডার্বি ম্যাচে ৪০ খেলায় ১১ গোল করে এই কৃতিত্ব গড়েন। অভিজ্ঞ এ অ্যাটাকিং মিডফিল্ডার ইতালিয়ান জায়ান্ট রোমা ছাড়া এখন পর্যন্ত কোন ক্লাবে খেলেন নি।

১৯৯২ সালে দলে যোগদানের পর থেকে এখন পর্যন্ত ৫৭৪টি ম্যাচ খেলেছেন। যেখানে তার ঝুলিতে ২৩৯টি গোল রয়েছে। পাশাপাশি ইতালির হয়ে বিশ্বকাপ জয়ী এ ফুটবলার জাতীয় দলের ১৯৯৮ থেকে ২০১৬ পর্যন্ত ৫৮ ম্যাচে নয়টি গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।