ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আবারো ট্রেবল জয়ের আশায় রিবেরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
আবারো ট্রেবল জয়ের আশায় রিবেরি ফ্রাঙ্ক রিবেরি

ঢাকা: ২০১৩ সালটা জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের জন্য ছিল স্বপ্নময়। বুন্দেসলিগা, চ্যাম্পিয়নস লিগ ও জার্মান কাপ জিতে প্রথমবারের মতো ট্রেবল শিরোপা জিতেছিল বায়ার্ন।

এ বছরও এর পুনরাবৃত্তি ঘটবে বলে নিজের আশাবাদ ব্যক্ত করেছেন বায়ার্ন উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি।

গত বছরও ট্রেবল জয়ের আশায় ছিল বায়ার্ন। তবে, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। তবে এবার আর সে ভুল করতে চান না রিবেরি। তিনি জানান, গতবার রিয়ালের সঙ্গে বায়ার্ন যে ভুল করেছে তা থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং আত্মবিশ্বাসী যে একই রকম ভুল আর হবে না।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে রিবেরি বলেন, ‘সব শিরোপা জেতাটা সত্যিই কঠিন। বায়ার্নের ওপর যথেষ্ট চাপ রয়েছে। তবে সব চাপ উপেক্ষা করে আমরা সব শিরোপা ঘরে তুলতে চাই এবং আবারো ট্রেবল জয়ের স্বাদ পেতে চাই। তাছাড়া, বায়ার্ন সবসময় জয়ের জন্যই খেলে থাকে। ’

এ ফ্রেঞ্চ ফুটবলার আরো বলেন, ‘আমরা জয়ের ধারাটা ধরে রাখতে চাই এবং সামনে এগিয়ে যেতে চাই। এ মুহূর্তে বুন্দেসলিগায় আমরা ভালো অবস্থানে রয়েছি। এ ধারাবাহিকতা চ্যাম্পিয়নস লিগ ও জার্মান কাপেও ধরে রাখতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘন্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।