ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু গোল্ড কাপের লোগো উন্মোচন ১৫ জানুয়ারি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
বঙ্গবন্ধু গোল্ড কাপের লোগো উন্মোচন ১৫ জানুয়ারি

ঢাকা: বঙ্গবন্ধু গোল্ড কাপ নিয়ে অবশেষে সংশয় কেটে গেছে। ২৯ জানুয়ারি থেকে আসরটি শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ফুডবল ফেডারেশন (বাফুফে)।



এদিকে, সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এর সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানীত সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন এক সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে আগামী ১৫ জানুয়ারি আসন্ন বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ২০১৫ এর লোগো উন্মোচন অনুষ্ঠানে মাননীয় অর্থ মন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত উপস্থিত থেকে টুর্নামেন্টের লোগো উন্মোচন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

এর আগে এএফসির কংগ্রেস থেকে দেশে ফিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন সাংবাদিকদের জানান, ২৯ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপের খেলা।

বাংলাদেশ দলের কোচ হিসেবে আবারো দেখা যাবে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে। আর টুর্নামেন্টের ষষ্ঠ দল হিসেবে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।