ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রোনালদোর হাতেই ব্যালন ডি’অর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
রোনালদোর হাতেই ব্যালন ডি’অর ক্রিস্টিয়ানো রোনালদো

ঢাকা: বিশ্বফুটবলের চোখ ছিল জুরিখের ঝলমলে মঞ্চে। এ মঞ্চেই দেওয়া হলো ২০১৪ সালের সেরা ফুটবলারের স্বীকৃতি।

দেওয়া হলো ফিফা ব্যালন ডি’অরের সোনালি ট্রফি।

আগে থেকেই বিশ্বফুটবলের একটিই প্রশ্ন ঘুরেফিরে এসেছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো টানা দুইবার এ পুরস্কার জিততে চলেছেন? নাকি আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি পাঁচবার এ পুরস্কারের স্বাদ নিতে চলেছেন? নাকি জার্মানির ওয়াল খ্যাত বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের প্রথমবারের মতো এ পুরস্কার নিজের করে নেবেন।

তবে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বফুটবলের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদেরও অপেক্ষার অবসান ঘটিয়ে এ পুরস্কারটি উঠলো ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ১৩ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।