ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সেরা একাদশে মেসি, রোনালদোর পাশে রোবেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
সেরা একাদশে মেসি, রোনালদোর পাশে রোবেন

ঢাকা: ফিফা ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার মঞ্চে ঘোষণা করা হলো বিশ্বফুটবলের সেরা একাদশ। আর এখানে স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন ফুটবল অধিনায়ক লিওনেল মেসি, পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।



মেসি, রোনালদোর পাশে ফরোযার্ড হিসেবে রয়েছেন নেদারল্যান্ডসের তারকা আরিয়েন রোবেন। এ একাদশ খেলবে ৪-৩-৩ ফরমেশনে।

সেরা একাদশের গোলবার পাহাড়ার দায়িত্ব পড়েছে জার্মানির বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়েরের কাঁধে।

বায়ার্ন মিউনিখের হয়ে খেলা ন্যুয়েরের সামনে ডিফেন্সে থাকবেন জার্মানির ফিলিম লাম, ব্রাজিলের ডেভিড লুইজ, থিয়েগো সিলভা আর স্পেনের সার্জিও রামোস।

মিডফিল্ডার হিসেবে নাম ঘোষণা করা হয় স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা, জার্মানির টনি ক্রুস আর আর্জেন্টিনার ডি মারিয়ার।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ১৩ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।