ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এবার মেসিকে ছুঁতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
এবার মেসিকে ছুঁতে চান রোনালদো ছবি : সংগৃহীত

ঢাকা: টানা দ্বিতীয় ও এবারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়ে মোট তিনবার ফিফা ব্যালন ডি‘অর শিরোপা জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এ পুরস্কারের তালিকায় সর্বোচ্চ চারবার জিতে সবার উপরে বার্সেলোনার প্রান ভোমরা লিওনেল মেসি।

এদিকে আরো একবার এ পুরস্কার জিতে মেসিকে ছুঁতে চান পর্তুগিজ অধিনায়ক।

এর আগে জুরিখে ফিফার ২০১৪ বার্ষরিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মেসি ও বায়র্ন মিউনিখ গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ারকে বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে বর্ষসেরা হন রোনালদো।

এদিকে এবারের ব্যালন ডি‘অর জিতেও তৃপ্ত নন রোনালদো। তার মতে আরো একটি শিরোপা জিতে তিনি টানা চারবারের ব্যালন ডি‘অর জয়ী মেসি ছুঁবেন।

রোনালদো বলেন, ‘এটা আমার জন্য একটি স্মরণীয় মুহূর্ত। তবে আমি এখানেই থামতে চাই না। আমি মেসিকে ধরতে চাই। ’

তিনি আরো বলেন, ‘আমি এ মঞ্চে অষ্টমবারের মত এসেছি। আর প্রতিবারই মেসি আর অন্য কেই আমার সঙ্গে ছিল। কেউ আগে কিছু বলতে পারে না তবে আমি ভেবেছিলাম আমার ভালো একটি সুযোগ আছে। আমার মনে হয় আমি এটির যোগ্য ছিলাম। তবে মেসিও যোগ্য ছিল। পাশাপাশি অন্য সবাইও। ’

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ১৩ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।