ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রোনালদোকে ভোট দেওয়া ভুল ছিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
রোনালদোকে ভোট দেওয়া ভুল ছিল ছবি: সংগৃহীত

ঢাকা: টানা দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। গত বছরের বর্ষসেরা ফুটবলার হতে রোনালদো টপকে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি আর জার্মান বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়েরকে।



৩৭.৬৬ শতাংশ ভোট পেয়ে ব্যালন ডি’অর জিতেছেন রিয়াল তারকা। যেখানে বার্সেলোনার মেসি পেয়েছেন ১৫.৭৬ এবং বায়ার্ন তারকা ন্যুয়ের পেয়েছেন ১৫.৭২ শতাংশ ভোট।

রোনালদোকে ভোট দিয়েছিলেন বায়ার্নের হয়ে খেলা ন্যুয়েরের সতীর্থ রবার্ট লোভানডস্কি। আর এবারে তিনিই জানালেন, রোনালদোকে ভোট দেওয়া ছিল তার ভুল সিদ্ধান্ত। ন্যুয়েরকেই তার মূল্যবান ভোটটি দেওয়া উচিৎ ছিল বলে মনে করেন লোভানডস্কি।

এ প্রসঙ্গে লোভানডস্কি বলেন, ন্যুয়েরকে রেখে রোনালদোকে ভোট দেওয়া আমার ভুল সিদ্ধান্ত ছিল। যদি সুযোগ থাকতো তবে, আমি ন্যুয়েরকে ভোটটি দিতাম। কিন্তু আমি গত আগস্ট মাসেই আমার ভোটটি রোনালদোকে দিয়ে দিয়েছি।

ক্লাব সতীর্থকে ভোট দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন লোভানডস্কি। তিনি বলেন, ন্যুয়েরের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমি অবাক হয়েছি তাকে দ্বিতীয় হতে না দেখে। রোনালদোর সঙ্গে তার ব্যবধান অনেক হলেও ন্যুয়ের দ্বিতীয় হওয়ার যোগ্য ছিল। সে অসাধারণ একজন গোলরক্ষক।

উল্লেখ্য, ন্যুয়ের বায়ার্ন মিউনিখের বর্ষসেরা দশজনের মধ্যে অন্যতম। তৃতীয় হওয়া ন্যুয়েরের পরে বায়ার্ন মিউনিখের আরিয়েন রোবেন হয়েছেন চতুর্থ। এ তালিকায় পঞ্চম হয়েছেন থমাস মুলার, ষষ্ঠ স্থানটি পেয়েছেন ফিলিপ লাম।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।