ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

প্লাতিনির প্রশংসা পেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
প্লাতিনির প্রশংসা পেলেন রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: অবশেষে উয়েফা প্রেসিডেন্টের প্রশংসা কুড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিফা ব্যালন ডি’অর পুরস্কার পাওয়ার পর রোনালদোর প্রশংসা করেছেন মিশেল প্লাতিনি।



প্লাতিনি বলেন, ‘প্রিয় রোনালদো, তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জেতায় তোমাকে অভিনন্দন জানাতে চাই। এটি একটি বিশাল অর্জন। এতে কোনো সন্দেহ নেই যে, তিনবার বিশ্বসেরা হয়ে তুমি ‍ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে। ’

উয়েফা প্রেসিডেন্ট আরো বলেন, ‘এত সব অর্জনের জন্য রোনালদো তোমাকে অভিনন্দন। তোমার জন্য ২০১৫ সালটা আরো ভালো কাটুক এ শুভকামনা করছি। আশা করছি, ভবিষ্যতে তুমি আরো ভালো করতে পারবে এবং নিজেকে আরো উপরের দিকে নিয়ে যেতে পারবে। ’

এর আগে ব্যালন ডি’অর প্রার্থীর মধ্যে জার্মান গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ারকে এগিয়ে রেখেছিলেন প্লাতিনি। তিনি বলেছিলেন, লিওনেল মেসি ও রোনালদোকে পেছনে ফেলে এবারের ব্যালন ডি’অর কোনো জার্মান ফুটবলারের হাতেই উঠা উচিৎ। এর পরেই প্লাতিনির বিরুদ্ধে অভিযোগ উঠে তিনি রোনালদোর বিরুদ্ধে প্রচারণায় নেমেছেন।

এছাড়াও, গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো  ক্লাব বিশ্বকাপ জেতার পর ‍পুরস্কার বিতরণিতে প্লাতিনিকে এড়িয়ে গিয়েছিলেন রোনালদো। এরপর তাদের দু’জনের দ্বন্দ্বের বিষয়টি আরো জোড়ালো হয়ে উঠে।

অবশ্য, প্লাতিনির পক্ষ থেকে এসব অভিযোগ নাকচ করা হয়েছিল। প্লাতিনির এজেন্ট বলেছিলেন, রোনালদোর সঙ্গে প্লাতিনির কোনো দ্বন্দ্ব নেই। রোনালদো-প্লাতিনি সম্পর্ক জড়িয়ে যেসব খবর মিডিয়ায় প্রকাশ পেয়েছে তা নিয়ে প্লাতিনি খুবই ক্ষুব্ধ এমন দাবিও করেছিলেন প্লাতিনির এজেন্ট।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘন্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।