ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মেসিকে কিনবে ম্যানই‌উ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
মেসিকে কিনবে ম্যানই‌উ! লিওনেল মেসি

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ফন গাল জানিয়েছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের মধ্যে একমাত্র ম্যানইউই পারে লিওনেল মেসিকে কিনতে। কিন্তু, এ মৌসুমে ফিফার ‘ফাইন্যান্সিয়াল পেয়ার প্লে’ আইনের কারণে আমরা এগোতে পারেনি।



দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ফন গাল বলেন, ‘মেসিকে পেতে হলে রিলিজ ক্লজ হিসেবে ২৫০ মিলিয়ন ইউরো দিতে হবে। এ অর্থ দেওয়াটা ম্যানইউর জন্য কোনো সমস্যা নয়। ম্যানইউ সবসময় সেরা ফুটবলারদের দলে পেতে চাই। পরের মৌসুমে মেসি ক্লাব ছাড়লে ইংলিশ ক্লাবের মধ্যে ম্যানইউই তাকে দলে আনার ক্ষমতা রাখে। ’

ম্যানইউর কোচ আরো বলেন, ‘আমাদের ট্রান্সফার বাজেটের কোনো সীমা নেই। ভালো ফুটবলার দলে আনতে হলে অর্থের চিন্তা করাটা হবে বোকামি। বিশ্বসেরা ফুটবলারদের দলে আনতে ম্যানইউর অর্থের কোনো অভাব হবে না। ’

এদিকে ম্যানইউর নির্বাহী ভাইস চেয়ারম্যান স্টিভ হল্যান্ড জানিয়েছেন, আসছে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে আরো তারকা ফুটবলার দলে আনতে চান ফন গাল। ’

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘন্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।