ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শিরোপার জন্য তৈরি নেইমাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
শিরোপার জন্য তৈরি নেইমাররা সংগৃহীত

ঢাকা: দুইবার ফিফা বর্ষসেরা ফুটবলার সাবেক ব্রাজিল তারকা রোনালদিনহো জানিয়েছেন, চিলিতে অনুষ্ঠিত আসন্ন কোপা আমেরিকার শিরোপা এবার ঘরে তুলবে কার্লোস দুঙ্গার শিষ্যরা।

২০১০ সালের বিশ্বকাপে দুঙ্গার ব্রাজিল দল থেকে বাদ পড়েছিলেন রোনালদিনহো।

শুরুতে ৩০ সদস্যের প্রাথমিক দলে নাম থাকলেও শেষ পর্যন্ত তাঁকে বাদ দিয়েই ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছিলেন তৎকালীন ব্রাজিলের কোচ দুঙ্গা।

জায়গা হয়নি ব্রাজিল আয়োজিত ২০১৪ সালের বিশ্বকাপে লুইস ফেলিপ স্কলারির দলে। স্বাগতিক হয়ে দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারা রোনালদিনহো জানিয়েছেন, বিশ্বকাপের হতাশা কাটিয়ে উঠা সেলেকাওরা এবারে কোপা আমেরিকায় ফেভারিট হয়েই মাঠে নামবে।

নেইমার বাহিনীর প্রসঙ্গে রোনালদিনহো বলেন, আমি মনে করি নেইমাররা নিজেদের আসন্ন কোপা আমেরিকার জন্য তৈরি করে রেখেছে। বিশ্বকাপের হতাশা কাটিয়ে উঠেছে তারা। চিলিতে ব্রাজিল দলটি যাবে শিরোপা ঘরে আনার জন্যই।

২০০২ সালের বিশ্বকাপ জয়ী ৩৪ বছর বয়সী রোনালদিনহো মেক্সিকোর ক্লাব কোয়েরত্রাওয়ের হয়ে খেলছেন। নিজের খেলা প্রসঙ্গে তিনি বলেন, আমি গত সপ্তাহ থেকে অনুশীলন শুরু করেছি। ক্লাবের প্রধান কোচ ইগনাসিও অ্যামব্রিজ আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। খুব শিগগিরিই আমি নিজের ফুটবল জাদু দেখাতে সক্ষম হব।

২০১৫ সালের কোপা আমেরিকায় গ্রুপ ‘বি’তে পড়েছে বিশ্বকাপের রানার্সআপ দল আর্জেন্টিনা। এ আসরে গ্রুপ ‘সি’তে রয়েছে গত বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল। গ্রুপ ‘এ’তে রয়েছে আয়োজক দেশ চিলি।

আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আয়োজক দেশ হিসেবে চিলি থাকবে ‘এ’ গ্রুপে। আর ‘বি’ গ্রুপে আর্জেন্টিনা এবং ‘সি’ গ্রুপে ব্রাজিলকে রাখা হয়েছিল। তাই নিশ্চিত ভাবেই দু্ই চিরপ্রতিদ্বন্দ্বীর গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি দেখা হচ্ছেনা।

১২ জাতির এ আসরে ১৫ জুন পেরুর মুখোমুখি হবে নেইমাররা।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ১৫ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।