ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বার্সাতেই থাকতে পারেন আলভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বার্সাতেই থাকতে পারেন আলভেজ দানি আলভেজ

ঢাকা: এ মৌসুম শেষেই দানি আলভেজের বার্সেলোনা ছাড়ার জোড়ালো সম্ভাবনা রয়েছে। তবে,  ব্রাজিলিয়ান ডিফেন্ডারের এজেন্ট দিনোরাহ সান্তা জানিয়েছেন, কাতালান ক্লাবটিতেই ক্যারিয়ার দীর্ঘায়িত করতে পারেন আলভেজ।



চলতি মৌসুম শেষেই বার্সার সঙ্গে ৩১ বছর বয়সী আলভেজের চুক্তির মেয়াদ শেষ হবে। ক্লাবের সঙ্গে এখনো চুক্তি নবায়ন না হওয়ায় তার বার্সা ক্যারিয়ার এখন হুমকির মুখে। ইতোমধ্যেই কয়েকটি ক্লাব এ রাইট ব্যাকের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।

আলভেজের এজেন্ট সান্তা বলেন, ‘বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। আলভেজ চাইলে বার্সা চুক্তি নবায়ন করতে পারে। তবে, বার্সায় থাকবেন কি থাকবেন না সে ব্যাপারে আলভেজ এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেন নি। ’

তিনি আরো বলেন, ‘ফুটবলার কেনার ওপর নিষেধাজ্ঞা পাওয়ায় ২০১৬ সালের আগ পর্যন্ত কোনো ফুটবলার কিনতে পারবে না বার্সা। এ কারণেই আলভেজ চাইলে ক্লাব কর্তৃপক্ষ তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে পারে। তবে, তার ব্যাপারে এরই মধ্যে দু-তিনটি ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। ’

উল্লেখ্য, ২০০৮ সালে সেভিয়া থেকে বার্সায় যোগ দিয়েছিলেন আলভেজ। কাতালানদের হয়ে এখন পর্যন্ত ২০২টি ম্যাচ খেলেছেন এ ডিফেন্ডার। গোল করেছেন ১৪টি।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘন্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।