ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

হুসাইনের আত্মঘাতি গোলে আমিরাতের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
হুসাইনের আত্মঘাতি গোলে আমিরাতের জয়

ঢাকা: বাহারাইনের বিপক্ষে ২-১ গোলে জিতে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো সংযুক্ত আরব আমিরাত। অস্ট্রেলিয়ার ক্যানাবেরা স্টেডিয়ামে গ্রুপ ‘সি’র ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’দল।

তবে ১-১ গোলে ড্র থাকা ম্যাচে বাহারাইনের অধিনায়ক মোহাম্মদ হুসাইনের আত্মঘাতি গোলে জয় নিশ্চিত হয় আমিরাতের।

এদিন অবশ্য খেলার প্রথম মিনিটেই আমিরাতকে এগিয়ে নেন আলী আহমেদ মাবকহোত। তবে খেলার ২৬ মিনিটে গোল করে বাহারাইনকে সমতায় ফেরান জাসে ওকোউওয়ানে। পরে সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে দু’দল লিড নেয়ার চেষ্টা চালালেও খেলার ৭৩ মিনিটে আমিরাত বড়সর আক্রমণ চালায়। আর নিজেদের জাল থেকে বল ক্লিয়ার করতে যাওয়া হুসাইন উল্টো আত্মঘাতি গোল করে বসলে এগিয়ে যায় আমিরাত।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত গ্রুপ পর্বে দুই ম্যাচেই জয় জয় নিশ্চিত হয় ‍আমিরাতের।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।