ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আজমোনের গোলে ইরানের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
আজমোনের গোলে ইরানের জয় আজমোন

ঢাকা: সর্দার আজমোনের একমাত্র গোলে এশিয়ান কাপে কাতারের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েয়ে ইরান। অস্ট্রেলিয়ার সিডনিতে এ জয় পাওয়ার পর দেশটি আসরের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করলো।

আর সেই সঙ্গে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়লো গালফ চ্যাম্পিয়নসরা।

খেলার প্রথমার্ধ গোল শন্যু থাকা ইরান খেলার ৫২ মিনিটে রুবিন কাজ্জানের এ স্ট্রাইকার আজমোনের গোলে লিড নেয়। পরে খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লোস কুইরোজের শিষ্যরা।

দারুণ পারর্ফম করা আজমোনে ইতিমধ্যে ইউরো ফুটবলে নিজের জায়গা করে নিয়েছেন। আর সামনের মৌসুমে তিনি হয় ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল, টটেনহাম অথবা লিভারপুলে যেতে পারেন।

ইরান তাদের প্রথম ম্যাচে বাহারাইনের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল। আর গ্রুপ ‘সি’তে দলটি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে। যেখানে দু’দলই তাদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।