ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এনরিকের মন্তব্যে মেসির প্রতিক্রিয়া (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
এনরিকের মন্তব্যে মেসির প্রতিক্রিয়া (ভিডিও)

ঢাকা: সদ্য শেষ হওয়া ব্যালন ডি’অর অনুষ্ঠানে লুইস এনরিক ও সাবেক আর্জেন্টাইন ফুটবলার পাবলো আইমার একটি ভিডিওর মাধ্যমে লিওনেল মেসির সম্পর্কে তাদের ধারণা তুলে ধরেন। ভিডিওটিতে এনরিক-আইমারের বক্তব্যের পাশাপাশি মেসির গত বছরের সাফল্যময় মুহূর্তগুলো তুলে ধরা হয়।



আশ্চর্যের বিষয় হচ্ছে, ভিডিওতে আইমার যথন তার মন্তব্য প্রকাশ করছেন তখন স্টেজে দাঁড়ানো মেসিকে খুব হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। কিন্তু, যখনই বার্সা কোচ এনরিক বক্তব্য দিচ্ছেন তখনই মেসিকে মুখ গোমড়া করে রাখতে দেখা যায়।

অবশ্য ব্যক্তিগতভাব এনরিক ‍ব্যালন ডি’অর অনুষ্ঠান দেখেননি। তিনি বলেন, ‘আমার ব্যালন ডি’অর অনুষ্ঠান দেখার সৌভাগ্য হয়নি। তাই ভিডিওর মাধ্যমে আমার দেওয়া বক্তব্য দেখার সময় মেসি কিরুপ প্রতিক্রিয়া দেখিয়েছে তা আমি বলতে পারব না।

এদিকে মেসির এ ধরনের প্রতিক্রিয়ার পর এনরিকের সঙ্গে মেসির দ্বন্দ্বের বিষয়টি আবারো স্পষ্ট হয়ে উঠেছে। তবে, বার্সা কোচ জানিয়েছেন, তিনি এ ধরনের বিতর্কিত সংবাদে যথেষ্ট বিরক্ত হচ্ছেন। তিনি আরো জানান, তার সঙ্গে মেসিকে ঘিরে যে ধরনের খবর পরিবেশন হচ্ছে তাতে করে দু’জনের জন্যই এটি কোনো সুফল বয়ে আনবে না।



বাংলাদেশ সময়: ২০২৯ ঘন্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।