ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বায়ার্নে অখুশি ছিলেন শাকিরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বায়ার্নে অখুশি ছিলেন শাকিরি জারদান শাকিরি

ঢাকা: এ মৌসুমে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দেয়া জারদান শাকিরি জানিয়েছেন, জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে থাকা কালিন তিনি অখুশি ছিলেন। কারণ দলের প্রথম সারির ফুটবলার হিসেবে তাকে  অনিয়মিত রাখা হত।

তবে তিনি আরো জানান, বুন্দাস লিগার চ্যাম্পিয়ন দলে থাকা অবস্থায়ই তিনি ভালো ফুটবলার হয়েছেন।

সুইজারল্যান্ডের তারকা ২০১২ সালে বাসেল ছেড়ে বায়ার্নে যোগ দিয়েছিলেন। আর তার প্রথম মৌসুমেই তিনি দারুণ পারফরম্যান্স করেছিলেন অ্যালিয়াঞ্জ অ্যারিনায়। তবে পেপ গার্দিওয়ালার অধীনেই তিনি অনিয়মিত ছিলেন।

শাকিরি বলেন, ‘আমি বায়ার্নে পুরোপুরি সুখি হতে পারিনি। তবে আমাকে খেলতে হত কারণ এছাড়া আমার আর কোন সুযোগ ছিল না। ’

তিনি আরো বলেন, ‘আমি ক্যারিয়ারের অনেক কিছুই শিখেছি এ ক্লাব থেকে। আর ‍অনেক গ্রেট ফুটবলারদের সঙ্গেও খেলেছি। আর বায়ার্নের অভিজ্ঞতা আমি নতুন ক্লাব ইন্টারে কাজে লাগাতে চাই। ’

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।