ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সহজ জয়ে অ্যাতলেতিকোর প্রতিপক্ষ বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
সহজ জয়ে অ্যাতলেতিকোর প্রতিপক্ষ বার্সেলোনা ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা ;লে রে’র দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নেমেছিল স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা। এলচের ঘরের মাঠ এস্তাদিও ম্যানুয়েল মার্তিনেজে লুইস এনরিকের শিষ্যরা স্বাগতিকদের ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে।

এর ফলে, কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করলো বার্সা।

নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে এর আগে প্রথম লেগের খেলায় বার্সা ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছিল। ফিরতি লেগের খেলায় ৪-০ গোলে জয় পাওয়ায় ৯-০ অ্যাগ্রিগেটে জয় পাওয়া বার্সা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আরেক স্প্যানিস জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো নগড় প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-২ অ্যাগ্রিগেডে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

প্রথম লেগে ৫-০ গোলে এগিয়ে থাকায় বার্সা কোচ লুইস এনরিক এ ম্যাচে বিশ্রামে রেখেছিলেন দলের সেরা অস্ত্রদের। এনরিক এ ম্যাচে আর্জেন্টাইন ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি, ব্রাজিল ফুটবল সেনসেশন নেইমার আর উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজকে খেলান নি।

দলের প্রধান তারকারা না খেললেও বড় জয় তুলে নিতে ভুল করেননি জেরেমি ম্যাথিউ, সার্জি রবার্তো, পেদ্রো, আদ্রিয়ানোদের। আর তাদের সাথে যোগ দিয়েছিলেন অ্যাডামা, মুনির আল হাদ্দাদি, রাফিনহাদের মতো বার্সার ছোট তারকারা।

ম্যাচের ২০ মিনিটের মাথায় বার্সাকে প্রথম গোলের লিড পাইয়ে দেন জেরেমি ম্যাথিউ। ২৫ গজ দূর থেকে নেওয়া ম্যাথিউয়ের ফ্রি-কিক থেকে গোলটি হলে ১-০ গোলে এগিয়ে যায় অতিথিরা। দলের দ্বিতীয় গোলটি করেন সার্জি রবার্তো। ম্যাচের ৪০ মিনিটের মাথায় মনতোয়ার সহায়তায় গোলটি করেন রবার্তো। ফলে, ২-০তে এগিয়ে যায় বার্সা।

খেলার ৪৩ মিনিটের মাথায় বার্সা নিজেদের তৃতীয় গোলটির দেখা পায়। পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে গোলটি করেন পেদ্রো। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে দলের চতুর্থ গোলটি করেন আদ্রিয়ানো। তবে, তার আগে লুইস এনরিকের ছাত্ররা একাধিক গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। বেশ কিছু আক্রমনের প্রচেষ্টা ব্যর্থ হয় বার্সার প্রায় নতুন এ দলটির।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।