ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান কাপের নকআউট পর্বের ম্যাচে হেলাস ভেরোনাকে  ৬-১ গোলে বিধ্বস্ত করেছে জুভেন্টাস। এ জয়ে জুভিদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়।

কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ পারমা।

এ ম্যাচে স্বাগতিক জুভেন্টাসের বেশিরভ‍াগ তারকা ফুটবলারকে মাঠে নামাননি কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। জিয়ানলুইজি বুফন, প্যাট্রিক এভরা, আন্দ্রেয়া পিরলো, আরতুরো ভিদাল ও কার্লোস তেভেজ কেউই মাঠে নামেননি।

জুভেন্টাস স্টেডিয়ামে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড পায় স্বাগতিকরা। জুভিদের হয়ে খেলার ছয় মিনিটেই গোলের সূচনা করেন ইতালিয়ান স্ট্রাইকার সেবাস্তিয়ান জিওভিনকো। ২১ মিনিটে লিড দ্বিগুন করেন আর্জেন্টাইন মিডফিল্ডার রবার্তো পেরেইরা। প্রথমার্ধের যোগ করা সময়ে জিওভিনকোর দ্বিতীয় গোলে ৩-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে অ্যালেগ্রির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ফ্রেঞ্চ তারকা পল পগবার গোলে ৪-০ তে এগিয়ে যায় জুভিরা। এর চার মিনিট পর ভেরোনা স্ট্রাইকার নেনে দলের হয়ে সান্তনাসূচক গোলটি করেন। তবে, ৬৩ মিনিটে আলবারো মোরাতা ও ৭৮ মিনিটে কিংসলি কোমানের গোলে শেষ পর্যন্ত ৬-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘন্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।