ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

পর্তুগালের শতবর্ষের সেরা রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
পর্তুগালের শতবর্ষের সেরা রোনালদো

ঢাকা: পর্তুগালের ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর শতবর্ষের সেরা কোচ হয়েছেন হোসে মরিনহো।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে রোনালদো ও মরিনহোকে এ খেতাবে ভূষিত করা হয়।

রোনালদো সদ্যই ফিফা ব্যালন ডি’অর জিতে বিশ্বসেরা ফুটবলার হয়েছেন। এর পরেই এখন হলেন পর্তগালের ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার। লুইস ফিগো ও ইউসেবিওর মতো সাবেক তারকা ফুটবলারদের পেছনে ফেলে রোনালদোকে সেরা  খেলোয়াড় ঘোষণা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

পর্তুগালের হয়ে শীর্ষ গোলদাতার তালিকায় শীর্ষে রোনালদো। এছাড়াও দেশের হয়ে ফিগো ও ফার্নান্দো কুতোর পাশাপাশি শত ম্যাচের বেশি খেলেছেন ২৯ বছর বয়সী রোনালদো। সি আর সেভেন খ্যাত এ তারকা ইতোমধ্যেই তিনবার বিশ্বসেরা ফুটবলার হয়েছেন।

অপরদিকে, স্পেশাল ওয়ান খ্যাত মরিনহো পর্তুগালের শতবর্ষের সেরা কোচ হয়েছেন। ৫১ বছর বয়সী এ কোচ চারটি ভিন্ন দেশের ক্লাবের কোচ হিসেবে লিগ জিতেছেন। এছাড়াও পর্তুগিজ ক্লাব পোর্তো ও ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগ।

বর্তমানে দ্বিতীয় মেয়াদে চেলসির দায়িত্বে থাকা মরিনহো এর আগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, ২০১০ সালে ফিফা বর্ষসেরা কোচ হয়েছিলেন মরিনহো। এছাড়াও ২০০৩ ও ২০০৪ সালে উয়েফা বর্ষসেরা কোচ হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘন্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।