ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রোনালদোর জোড়া গোলে রিয়ালের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
রোনালদোর জোড়া গোলে রিয়ালের সহজ জয়

ঢাকা: লা লিগায় ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে গেটাফের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গেটাফের ঘরের মাঠ কোলিজেম আলফসনো পেরেজ স্টেডিয়ামে রিয়ালের হয়ে অন্য গোলটি আসে গ্যারেথ বেলের পা থেকে।



চ্যাম্পিয়নস লিগ জয়ীরা এর আগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে কোপা দেল রের দুই লেগ মিলিয়ে ৪-২ অ্যাগ্রিগেডে হেরে আসর থেকে বাদ পড়েছিল। তবে এদিন কার্লো আনচেলত্তির শিষ্যরা দারুণ এক জয়ে আবারো জয়ের ধারায় ফিরে এসেছে।

অবশ্য এ ম্যাচে খেলার প্রথমার্ধ রিয়াল বেশ কয়েকটি শক্ত আক্রমণ করেও গোলের দেখা পায়নি। পরে গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে ম্যাচে গোল করতে মরিয়া হয়ে ওঠে লস ব্লাঙ্কসরা। সেই সঙ্গে আক্রমণের ধার বাড়িয়ে দেয় দলটি। সেই সুবাদে খেলার ৬৩ মিনিটে করিম বেনজেমার অ্যাসিস্ট থেকে দলের প্রথম লিড এনে দেন সিআর সেভেন খ্যাত রোনালদো।

মাঝমাঠ থেকে জেমস রদ্রিগেজ থেকে ফ্রেঞ্চ তারকা বল পেলে তা সরাসরি রোনালদোর কাছে পাস করলে গোল করতে ভুল করেননি পর্তুগিজ অধিনায়ক।

এদিকে এর চার মিনিট পরেই দলের লিড দ্বিগুন করেন গ্যারেথ বেল। এবার সরসরি কলম্বিয়ান তারকার কাছে থেকে বল পেয়ে জালে বল জড়ান ওয়েলস তারকা।

খেলার ৭৯ মিনিটে আবারো রোনালদোর গোল। আর খেলার ব্যবধান ৩-০। দ্বিতীয় গোলের যোগানদাতা রদ্রিগেজের ক্রসেই গোল করেন দলের এ সেরা তারকা।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।