ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

তেভেজের জোড়ায় জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
তেভেজের জোড়ায় জুভেন্টাসের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ‘সিরি আ’ তে আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার কার্লোস তেভেজের জোড়া গোলে বড় জয় পেয়েছে জুভেন্টাস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে ৪-০ গোলে হারের স্বাদ পেয়েছে হেলাস ভেরোনা।



জুভেন্টাস স্টেডিয়ামে খেলা শুরুর তিন মিনিটেই লিড নেয় জুভেন্টাস। আলভারো মোরাতার অ্যাসিস্ট থেকে দুরপাল্লার শটে গোলের সূচনা করেন ফ্রেঞ্চ তারকা পল পগবা। এর চার মিনিট পরেই ডি-বক্সের মধ্যে ডান পায়ের জোড়ালো শটে ব্যবধান দ্বিগুন করেন আর্জেন্টাইন তারকা তেভেজ। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে জিওর্জিও চিয়েলিন্নির অ্যাসিস্টে জুভিদের হয়ে তৃতীয় গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার রবার্তো পেরেইরা। এর আট মিনিট পরেই গোলপোস্টের ডান পাশ থেকে গোলকিপারের দু’পায়ের মাঝ দিয়ে বল জালে জড়ান তেভেজ।   আর্জেন্টাইন তারকা দলের হয়ে দ্বিতীয় গোল করলে চার গোলে এগিয়ে যায় জুভিরা।

পুরো ম্যাচে বলতে গেলে ভেরোনা কোনো সুযোগই তৈরি করতে পারেনি। তারা গোলপোস্টে মাত্র একটি শট নিতে পেরেছে। অপরদিকে, স্বাগতিকরা ব্যবধান বাড়ানোর জন্য বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। নির্ধারিত সময় শেষে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিরলো-তেভেজরা।

বাংলাদেশ সময়: ১০১০ ঘন্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।