ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ভিন্ন ম্যাচে নাদাল ও মারের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
ভিন্ন ম্যাচে নাদাল ও মারের জয় রাফায়েল নাদাল

ঢাকা: অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ভিন্ন ম্যাচে জয় পেয়েছেন রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। সোমবার গত উইম্বল্ডন ওপেনে ইনজুরিতে পড়া নাদাল ফিরেই রাশিয়ার মিখাইল ইউজনিকে হানান।

এদিকে ভারতীয় ইউকি ভাম্বরিকে হারান মারে।

বেশ কিছু দিন অসুস্থ থাকার পর নাদাল এদিন কোর্টে নামেন। পরে এ স্প্যানিস ৬-৩, ৬-২, ৬-২ সেটে মিখাইলকে হারিয়ে দেন। পাশাপাশি প্রথম রাউন্ডের এ ম্যাচে দারুণ এক জয় তুলে নেন ১১বার গ্র্যান্ড স্লাম জয়ী তারকা।

অন্য ম্যাচে ভাম্বরির বিপক্ষে ৬-৩, ৬-৪, ৭-৬(৭-৩) সেটে জয় পেয়েছেন ব্রিটিশ তারকা মারে। এছাড়া সর্বোচ্চ ১৭ বার গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরার আজ তার প্রথম ম্যাচ খেলবেন ইয়েন-সুন লুর বিপক্ষে।

এদিকে প্রথম দিনেই নারী এককে অঘটনের শিকার হয়েছেন পঞ্চম বাছাই আনা ইভানোভিচ। এ টেনিস তারকা লুসিয়ে হ্রাদেকার বিপক্ষে ১-৬, ৬-৩ ও ৬-২ সেটে হেরে আসর থেকে বিদায় নেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।