ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচের জয় নোভাক জকোভিচ

ঢাকা: অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে নিজের প্রথম খেলায় জয় পেয়েছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। এদিন স্লোভেনিয়ার আলজাজ বেদেনেকে ৬-৩, ৬-২ ও ৬-৪ সেটে সরাসরি হারান এ টূর্ণামেন্টের চারবারের চ্যাম্পিয়ন জকোভিচ।



এদিকে অপর ম্যাচে জয় পেয়েছেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন স্তানিস্লাস ওয়ারিঙ্কা। তিনি তুরস্কের মার্সেল লাহানকে ৬-১, ৬-৪ ও ৬-২ সেটে হারান।

জকোভিচ এর আগে মেলবোর্ন পার্কে অনুশীলনের সময় অসুস্থতা বোধ করছিলেন। তবে তিনি মনে করেন এখন তার গতি ফিরে এসেছে। ‘গত দুই সপ্তাহ আমার শরীর খারাপ কেটেছে। তবে ‍আমি এখন ঠিক আছি। আর এ ম্যাচে ভালো খেলতে পেরে আমার দারুণ খুশি। ’

এদিকে মেয়েদের এককে রিচেল হোগেনক্যাম্পকে হারিয়েছে চতুর্থ বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রো কেভিতোভা। আর রাতে বেলজিয়ান অ্যালিসন ভ্যান ইউতভ্যানকের মুখোমুখি হবেন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।