ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

টনি ক্রুসের কাছে হারলেন মেসি, নেইমাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
টনি ক্রুসের কাছে হারলেন মেসি, নেইমাররা টনি ক্রুস

ঢাকা: আর্জেন্টিনা আর বার্সেলোনার তারকা স্ট্রাইকার লিওনেল মেসি কিছুদিন আগেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে হেরেছেন ফিফা ব্যালন ডি অরের ভোটে। এবার রোনালদোর ক্লাব সতীর্থ টনি ক্রুসের কাছেও ভোটের ব্যবধানে হারলেন আর্জেন্টাইন অধিনায়ক।



রিয়াল তারকা ক্রুস গত বছরের সেরা প্লেমেকার হিসেবে মেসিকে পেছনে ফেলেছেন। ফুটবল ইতিহাস ও পরিসংখ্যানের আন্তর্জাতিক ফেডারেশন (আইএফএফএইচএস) ২০১৪ সালের বিশ্বসেরা প্লেমেকার হিসেবে জার্মানির তারকা ক্রুসের নাম প্রকাশ করেছে।

তালিকায় শীর্ষে থাকা ক্রুসের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। মেসি এ তালিকায়ে দুইয়ে থাকতে ভোট পেয়েছেন ১০৮। যেখানে শীর্ষে থাকা রিয়াল তারকা ক্রুস পেয়েছেন ১১০। মাত্র দুই ভোটের ব্যবধানে এ তালিকায় শীর্ষে থাকতে পারেননি চারবারের ব্যালন ডি অর জয়ী মেসি।

স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদের আরেক তারকা জেমস রদ্রিগেজ আইএফএফএইচএসের তালিকায় রয়েছেন তিন নম্বরে। বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী কলম্বিয়ার এ তারকা পেয়েছেন ৫৩ ভোট। ব্রাজিল অধিনায়ক নেইমার আর লুকা মদ্রিচ ২১ ভোট পেয়ে যুগ্মভাবে সপ্তম হয়েছেন।

এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ৩৮ ভোট পাওয়া বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ইয়া‌ইয়া তোরে রয়েছেন পঞ্চম স্থানে আর বাস্তিয়ান শোয়াইন্সটাইগার হয়েছেন ষষ্ঠ। ইডেন হ্যাজার্ড ও ইভান রেকিটিক রয়েছেন যথাক্রমে নবম ও দশম স্থানে।

এ তালিকায় জায়গা হয়নি ফিফা ব্যালন ডি অর প্রাপ্ত পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোর। তাকে এ ক্যাটাগরির বাইরে রেখে তালিকাটি প্রকাশ করা হয়। তবে, রোনালদো অন্য ক্যাটাগরিতে ২০১৪ সালের সেরা গোলস্কোরার হিসেবে শীর্ষ স্থানটি দখল করে নিয়েছেন।

আইএফএফএইচএস প্রকাশিত এ পুরস্কার সবথেকে বেশি জিতেছেন বার্সেলোনার জাভি হার্নান্দেজ। তিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা চারবার এ পুরস্কার জিতেছেন। আর পরের দুই বছর আন্দ্রেস ইনিয়েস্তা জিতেছেন এ পুরস্কারটি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২০ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।