ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়নস লিগ জিততে চান তেভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
চ্যাম্পিয়নস লিগ জিততে চান তেভেজ কার্লোস তেভেজ

ঢাকা: আর্জেন্টিনার তারকা ফুটবলার কার্লোস তেভেজ ক্লাব পর্যায়ে সব দলের হয়েই সফলতার সাক্ষর রেখেছেন। তবে, এখন পর্যন্ত কোনো ক্লাবের হয়েই চ্যাম্পিয়নস লিগ জিততে পারেন নি।

তবে, জুভেন্টাসের হয়ে এ মৌসুমে ক্যারিয়ারের অধরা চ্যাম্পিয়নস লিগের ট্রফি হাতে নিতে চান তেভেজ। এমনটাই জানিয়েছেন তেভেজের এজেন্ট কিয়া জুরাবচিয়ান।

জুভেন্টসের হয়ে তেভেজ চ্যাম্পিয়নস লিগ জিততে পারবেন কিনা সেটা সময়ই বলে দিবে। তবে, এ আর্জেন্টাইন ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করতে অনীহা দেখিয়েছেন। ‘সিরি আ’ চ্যাম্পিয়নদের সঙ্গে তেভেজের চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৬ সালে। তাই, ত্রিশ বছর বয়সী এ ফুটবলারের ভবিষ্যৎ এখন পর্যন্ত অনিশ্চিতই বলা যায়।

জুরাবচিয়ান বলেন, ‘তেভেজ আমাকে বলেছিলেন তিনি জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চান। এটা তাঁর স্বপ্ন। চ্যাম্পিয়নস লিগকে ঘিরেই তিনি বেশি মনোযোগী। ’ উল্লেখ্য, আগামী ২৪শে ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ১ম লেগের ম্যাচে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস।

উল্লেখ্য, ২০১৩ সালে জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন তেভেজ। এ আর্জেন্টাইন জুভিদের হয়ে এখন পর্যন্ত ৭৪ ম্যাচ খেলে ৪০টি গোল করেছেন। ‘সিরি আ’ তে এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তেভেজ। লিগে ১৮ ম্যাচ খেলে ১৩টি গোল করেছেন এ আর্জেন্টাইন স্ট্রাইকার। এর আগে তিনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের হয়ে খেলেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘন্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।