ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বিশেষ মহিলা কারাতে প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
বিশেষ মহিলা কারাতে প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত ছবি : সংগৃহীত

ঢাকা: শেষ হলো মাস ব্যাপি মেয়েদের বিশেষ আত্বরক্ষামূলক কারাতে প্রশিক্ষণ ক্যাম্প-২০১৫। বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নারী উদ্যোগ কেন্দ্রের আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এই বিশেষ মহিলা কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয় আজ মঙ্গলবার।



ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশ নেয়া মেয়েদের হাতে সনদপত্র ও বেল্ট তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রি শ্রী বীরেন শিকদার,এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু মন্ত্রনালয়ের সচিব তারিক-উল- ইসলাম, নারী উদ্যেগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাসহুদা খাতুন শেফালী।
 
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া মাস ব্যাপি এই আত্বরক্ষামূলক বিশেষ কারাতে প্রশিক্ষণ ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান হতে মোট ৪১জন মেয়ে অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের প্রশিক্ষক ইফফাত আহসান মারিয়া।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ২০ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।